কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাস

৩০ জুন ২০২৫, ০৪:৩৪ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০২:৩৫ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোগো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোগো © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট অনুমোদন হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাওয়া যাবে ৬৯ কোটি টাকা, এবং নিজস্ব আয় থেকে আসবে ৭ কোটি ১০ লাখ টাকা। গত বছরের তুলনায় এবার বিমক অনুদান ৬ কোটি ৫০ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেট ছিল ৯২ কোটি ৭০ লাখ ৪২ হাজার টাকা, তবে অনুমোদিত বাজেট হয়েছে ৭৬ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ, প্রস্তাবিত চাহিদার তুলনায় বাজেট ঘাটতি থাকবে প্রায় ১৬ কোটি ৬০ লাখ টাকা।

আজ সোমবার (৮ জুন) সকাল ১১ টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেটের ১০৪তম সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বাজেট উপস্থাপন করেন। বাজেট উপস্থাপনের পর সিন্ডিকেট সদস্যরা বিভিন্ন খাত নিয়ে মতামত দেন এবং সর্বসম্মতভাবে বাজেট অনুমোদন করেন। একই সঙ্গে সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের সরকারি বরাদ্দের ভিত্তিতে ৭৫ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়।

৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেটে গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বাজেটের ৩.৮৫ শতাংশ। আগের অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ২ কোটি ৬১ লাখ টাকা। শিক্ষার্থীদের বৃত্তি ও মেধাবৃত্তির জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং এই খাতে সম্পূর্ণ অর্থ সরকার থেকে অনুদান হিসেবে পাওয়া যাবে।

প্রস্তাবিত বাজেটের অনুযায়ী মোট বাজেটের বেতন, ভাতা ও পেনশন বাবদ ব্যয় হবে ৬২ দশমিক ৭৫ শতাংশ, পণ্য ও সেবা খাতে ২৬ দশমিক ৪৯ শতাংশ, গবেষণায় ৩ দশমিক ৮৫ শতাংশ এবং মূলধনে খাতে ৬ দশমিক  ৯১শতাংশ বাজেট বরাদ্দ দেওয়া আছে। 

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ড. মো. হায়দার আলী বাজেট অনুমোদনের পর বলেন, ‘সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে বাজেট ব্যয় করা হবে।’

কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘২০০৭-২০০৮ অর্থবছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাজেট ছিল মাত্র ১ কোটি ১০ লাখ টাকা। সেখানে আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ কোটি ১০ লাখ টাকায়। আশার কথা হলো, এবার নিজস্ব আয় কিছুটা কমলেও সরকারি অনুদান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের চাহিদার ভিত্তিতে বাজেট আরও বাড়ানোর চেষ্টা করা হবে।’

তিনি আরও বলেন, ‘ইউজিসি থেকে প্রাপ্ত বরাদ্দ চাহিদার তুলনায় এখনও অপর্যাপ্ত। তবে সংশোধিত বাজেটের আলোকে ইউজিসির সঙ্গে আলোচনার মাধ্যমে বাজেট আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।’

এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
আলোচনা করতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
  • ১৫ জানুয়ারি ২০২৬
জোটে যেসব আসন পেল এনসিপি
  • ১৫ জানুয়ারি ২০২৬
যেসব আসনে প্রার্থী দিল জামায়াত
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটে ইসলামী আন্দোলনের জন্য কয়টি আসন থাক…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন …
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9