বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল, সম্পাদক নাসিম

বাম দিক থেকে সভাপতি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম
বাম দিক থেকে সভাপতি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম   © সংগৃহীত

সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতি’র (বাকসাস ২০২৫-২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা হয়েছে। এতে দৈনিক কালবেলা’র ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির সভাপতি এবং মানবজমিনের শিহাব আল নাসিম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) রাতে বাকসাসের উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই কমিটি অনুমোদন করে।

কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে মেহেদী হাসান তাওহীদ (দৈনিক সকালের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিসান আহমেদ কাব্য (আজকের কাগজ), সাংগঠনিক সম্পাদক পদে এস এম মঈন (সময়ের কণ্ঠস্বর), অর্থ ও দপ্তর সম্পাদক পদে আরমানুজ্জামান সৈকত (সংগ্রাম প্রতিদিন)।

এছাড়াও, কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- কাজী আল তাজরীমিন (দ্য ডেইলি ক্যাম্পাস), রাসেল রানা (মানবতার কণ্ঠ) ও শান্তা আক্তার (দৈনিক সংগ্রাম প্রতিদিন)।

কমিটির নবনির্বাচিত সভাপতি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে আমার জন্য গর্বের। এর আগে সদস্যসচিব হিসেবে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেছি। এবার সভাপতির দায়িত্ব পেয়ে সংগঠনকে আরও গতিশীল করতে চাই।

সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম বলেন, এই সংগঠন শুধু সাংবাদিকতার অনুশীলন নয়- নেতৃত্ব, মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা শেখার একটি প্ল্যাটফর্ম। আমরা চাই, আমাদের সদস্যরা হোক সাহসী, সত্যনিষ্ঠ ও মানবিক সাংবাদিক। ইনশাআল্লাহ, আমরা একটি প্রগতিশীল সাংবাদিক সমাজ গড়ে তুলতে সক্ষম হবো।

নতুন কমিটিকে অনুমোদন দেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধবিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মোহনা টেলিভিশনের প্রধান প্রতিবেদক মো. মনিরুল ইসলাম, সাবেক সভাপতি ও এখন টেলিভিশনের সহকারী বার্তা সম্পাদক মো. নাজমুল হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার অনুসন্ধানী প্রতিবেদক জাফর ইকবাল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence