কর্মচারীদের টানা ১৯ দিনের কর্মবিরতিতে কার্যত অচল বেরোবি

০১ এপ্রিল ২০১৯, ০১:৪১ PM

© টিডিসি ফটো

১০ দফা দাবি আদায়ে টানা ১৯ দিন ধরে কর্মবিরতি পালন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মচারীরা। তাদের একটানা কর্মবিরতির ফলে কার্যত বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়লেও সাড়া মিলছে না কর্তৃপক্ষের। আন্দোলনের একপর্যায়ে প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে দাবী আদায়ে মঞ্চ তৈরী করেছেন কর্মচারীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কর্মচারীদের দাবিগুলো মেনে না নেয়ায় এবং দাবিগুলোর ব্যাপারে কোন আশ্বাস না পাওয়ায় সর্বাত্মক কর্মবিরতি অব্যহত রেখেছেন কর্মচারীরা। তারা ১০ দফা দাবি আদায়ে কর্মবিরতির ১৮তম দিনে রোববার সকালে প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে অস্থায়ী মঞ্চ তৈরী করে সেখানে অবস্থান করে। এর আগে বিক্ষোভ মিছিল করে কর্মচারী ইউনিয়ন।

তাদের দাবীগুলোর মধ্যে রয়েছে, আগামী সিন্ডিকেটের আগে কর্মচারীদের নীতিমালা পাশ, চলতি মাসেই ৫৮জন কর্মকর্তা-কর্মচারীর বকেয়া পরিশোধ, দ্রুত পেনশন নীতিমালা বাস্তবায়ন, সাময়িক বরখাস্তকৃত কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল, দূরের কর্মচারীদের জন্য গাড়ি ও আবাসন সুবিধা নিশ্চিত করা, কর্মচারী ইউনিয়নের সভাপতিকে লাঞ্চিত করার ঘটনার বিচার করা, কর্মচারী নিয়োগ কমিটিতে কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি রাখা ও মাস্টারোল কর্মচারীদের চাকরি স্থায়ী করা।

কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর আলম বলেন, ‘আমাদের দাবিগুলো নিয়ে এখনো উপাচার্য কোন আশ্বাস দেননি। তাই যৌক্তিক দাবিগুলো মেনে না নেয়া পযর্ন্ত আমাদের সর্বাত্মক কর্মবিরতি চলতেই থাকবে।’

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কমিলমউল্লাহ ও রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামালের মোবাইলে একাধিকবার একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি।

নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন শেষ ২৮ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি-শ্রমিক দলের ৬ ন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বুটেক্স ছাত্রী ছিলেন ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদোন্নতির দাবিতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কর্মকর্তাদের মান…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ
  • ৩১ জানুয়ারি ২০২৬