ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থাকে দুমড়ে মুচড়ে ফেলেছে: শিক্ষা উপদেষ্টা

২৩ জুন ২০২৫, ১১:৪৪ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা © সংগৃহীত

গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থাকে দুমড়ে-মুচড়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা উপদেষ্টা।

সোমবার (২৩ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ১৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে রিসার্চ ফেয়ার ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

শিক্ষা উপদেষ্টা বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থাকে দুমড়ে-মুচড়ে ফেলেছে। আমাদেরকে নাগরিক থেকে অধিকারহীন জাতিতে পরিণত করতে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো তাদের প্রধান টার্গেটে পরিণত হয়েছিল। গুম-খুনের রাজনীতির মধ্য দিয়ে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে অপরাজনীতির মাধ্যমে শিক্ষার মান নষ্ট করে দেওয়া হয়েছে। গণরুম এবং গেস্ট রুমের মাধ্যমে নবীণ শিক্ষার্থীদের নির্যাতন করা হতো। প্রটোকল শিখানোর নাম দিয়ে শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে হয়রানি করা হতো। আমাদের তরুণ সমাজ অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা ফ্যাসিস্টের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি করে দিয়েছে। 

শিক্ষাব্যবস্থা ধ্বংস হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, আমাদের শিক্ষকরা ছিল ক্লাসবিমুখ। তারা ক্লাসে না গিয়ে রাজনৈতিক আড্ডায় বেশি সময় দিতেন। শিক্ষার্থীদের ক্লাস এবং গবেষণার চেয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল রাজনৈতিক আড্ডা দেওয়া। আমি আপনাদের বলব, শিক্ষকতা ছেড়ে দিয়ে রাজনীতিতে যোগ দেওয়া উচিত। রাজনৈতিক অঙ্গনে আপনাদের মত যৌগ্য লোকের প্রয়োজন।

সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা রক্ষা করতে সবকিছু নতুনভাবে ঢেলে সাজাতে হবে। বৈষম্য দূর করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো শিক্ষা। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে চিন্তার বিপ্লব ঘটাতে হবে। গবেষণায় আমাদেরকে বেশি সময় দিতে হবে। আমাদের সম্পদের অপ্রতুলতা আছে সত্যি, তবে আমাদের ইচ্ছাশক্তির কোনো কমতি নেই। চাইলে আমরা সবাই মিলে এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। 

নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে উক্ত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. রেজুয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ), নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মো. হায়দার আলী খান, নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক সহ নোবিপ্রবি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। 

উক্ত প্রোগ্রামে শিক্ষা এবং গবেষণায় অনন্য অবদান রাখায় মোট ১০১ জন শিক্ষক-শিক্ষার্থীকে বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী রিসার্চ ফেয়ারের আয়োজন করে নোবিপ্রবি প্রশাসন।

রাজবাড়ীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই
  • ১৪ জানুয়ারি ২০২৬
আশরাফ হাকিমির প্রেমে মজেছেন নোরা ফাতেহি!
  • ১৪ জানুয়ারি ২০২৬
বহিষ্কৃত ১৩ নেতাকে দলে ফেরাল বিএনপি
  • ১৪ জানুয়ারি ২০২৬
জেফারের সঙ্গে রোমান্টিক ছবি শেয়ার করে যা লিখলেন রাফসান
  • ১৪ জানুয়ারি ২০২৬
টেকনাফে ডাকাত সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার 
  • ১৪ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9