জবি কেন্দ্রীয় গ্রন্থাগার ব্যবহারে নতুন নির্দেশনা, আইডি কার্ড বাধ্যতামূলক
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৪:৪৬ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০১:৪৬ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রবেশ ও ব্যবহার-সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন থেকে শুধু নির্ধারিত ফরম পূরণ করে সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যানের সুপারিশসহ গ্রন্থাগার কার্ড সংগ্রহকারী শিক্ষার্থীরাই কেবল কেন্দ্রীয় গ্রন্থাগার ব্যবহার করতে পারবেন।
আজ সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগারিক মো. আনামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় চেয়ারম্যানের সুপারিশসহ নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে এবং এক বছরের মেয়াদি গ্রন্থাগার কার্ড সংগ্রহ করতে হবে। গ্রন্থাগার ফি বাবদ ২০০ টাকা জনতা ব্যাংক লিমিটেড, জবি শাখার নির্ধারিত হিসাব নম্বর ৩৪০২৭৪০৬-এ জমা দিয়ে রশিদ দাখিল করতে হবে। চেয়ারম্যানের সুপারিশপত্র ও ব্যাংক জমার রশিদ জমা দেওয়ার পর শিক্ষার্থীদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী গ্রন্থাগার কার্ড প্রদান করা হবে।
আরও পড়ুন: তারেক রহমানের ফেসবুক পোস্টে সারজিসের কমেন্ট, কী বললেন
এতে আরও বলা হয়, এমতাবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় গ্রন্থাগার ব্যবহারের জন্য উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে গ্রন্থাগার কার্ড ইস্যু করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ সিদ্ধান্তের মাধ্যমে গ্রন্থাগারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে এবং শিক্ষার্থীরা আরও সুচারুভাবে পাঠাভ্যাস গড়ে তুলতে পারবেন।