শিক্ষার্থীদের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ চালু করলো মেরিটাইম ইউনিভার্সিটি
- মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০২:১৭ AM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১০:৫৪ PM
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের জন্য ‘হালকা যানবাহনের প্রাথমিক ড্রাইভিং প্রশিক্ষণ’ শুরু হচ্ছে। গত বুধবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিআরটিসি সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট, মিরপুর-এর সহযোগিতায় ৪ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ জুন থেকে এই প্রশিক্ষণ শুরু হবে। অংশগ্রহণকারীদের জন্য তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ধরনের সেশন রাখা হয়েছে, যেখানে প্রতিদিন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ২৫ থেকে ৩০ মিনিট সময় দেওয়া হবে। প্রশিক্ষণের সমস্ত খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।
এতে আরও বলা হয়, প্রথম ধাপে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী এই প্রাথমিক ড্রাইভিং প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবে। যার মধ্যে ৪০ জন পুরুষ এবং ২০ জন নারী। বরাদ্দ অনুযায়ী শিক্ষক পর্যায়ে ৬ জন পুরুষ ও ৬ জন নারী, কর্মকর্তা পর্যায়ে পুরুষ ৪ জন ও নারী ৪ জন, মাস্টার্স শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিটি প্রোগ্রাম থেকে ১ জন করে মোট ১০ জন এবং স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্য থেকে ২০ জন ছাত্র (প্রতিটি প্রোগ্রাম থেকে ৪ জন) ও ১০ জন ছাত্রী (প্রতিটি প্রোগ্রাম থেকে ২ জন) সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে আগ্রহী শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদেরকে ১৫ জুন এর মধ্যে নিজ নিজ ডিন অফিস/দপ্তরের মাধ্যমে আইকিউএসি (IQAC)-তে নাম প্রেরণের অনুরোধ জানানো হয়। এতে আরও জানানো হয়, আসনসংখ্যা সীমিত, তাই আগ্রহীদের মধ্যে ‘আগে আসলে আগে’ ভিত্তিতে নির্বাচন করা হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউট থেকে একটি প্রশিক্ষণ সনদ প্রদান করা হবে।