ফায়ার ম্যানেজমেন্ট প্রশিক্ষণ পেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৬:১১ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৯:০৮ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফায়ার ম্যানেজমেন্ট প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ‘অর্গানাইজেশন অব ডিজাস্টার ম্যানেজমেন্ট’-এর আয়োজনে এবং কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে শিক্ষার্থীদের হঠাৎ আগুন লাগলে তা নেভানোর উপায়, ভূমিকম্প প্রতিরোধে করণীয়, হঠাৎ ভূমিকম্প হলে করণীয়, দুর্ঘটনায় আহতদের উদ্ধারের পদ্ধতি এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানোসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবহারিক শিক্ষা প্রদান করা হয়। বিপদের সময় এই প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, “ডিজাস্টার ম্যানেজমেন্টের মূল কথা হলো প্রস্তুতি। আমরা যদি তৈরি থাকি, তাহলে দুর্যোগ মোকাবিলা করা সহজ হয়। বাংলাদেশে এত বিপুল পরিমাণ অগ্নিকাণ্ড ঘটে—এই পরিস্থিতিতে কীভাবে প্রস্তুত থাকতে হবে, সে বিষয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা থাকা উচিত। আমাদের বিভাগ সরাসরি এই বিষয়ে সম্পৃক্ত, তাই হাতে-কলমে শেখানোর জন্য এই মহড়ার আয়োজন করেছি।”
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে কার্যক্রমটি হয়েছে, একে মোব ড্রিল বা ফায়ার ড্রিল বলা যায়। দুর্যোগকালীন সময়ে ভূমিকম্পের সময় যদি ভবনে আটকে পড়ি এবং লিফট বা সিঁড়ি ব্যবহার করা সম্ভব না হয়, তবে ভবনের বাইরে লাফ দিয়ে কীভাবে নিরাপদে নামা যায় বা মুমূর্ষু রোগীকে কীভাবে উদ্ধার করা যায়—এই বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”
এ সময় শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো দুর্যোগে যেন তাঁরা প্রস্তুত থাকতে পারেন, সে বিষয়ে অভিজ্ঞতা ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে এই প্রশিক্ষণের মাধ্যমে।