ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ভিন্ন ঘটনায় পৃথক ৪ কমিটি গঠন 

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন সময় ঘটা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে পৃথক ৪টি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক চারটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত ২২ জানুয়ারি সংঘটিত বাস ভাংচুরের ঘটনার কারণ উদঘাটন ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পুনর্গঠিত তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান শেখ ও সদস্য সচিব হিসেবে রয়েছেন পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার হাফিজুর রহমান (বাচ্চু)। সদস্য হিসেবে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক এস. এম. আব্দুর রাজ্জাক। 

এদিকে গত ২৯ এপ্রিল দিবাগত রাতে শাহ আজিজুর রহমান হলে সংঘটিত ঘটনার কারণ উদঘাটন ও প্রকৃত দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সামাদকে আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা অফিসের উপ রেজিস্ট্রার মো. সুলতান মাহমুদকে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অপর সদস্যরা হচ্ছেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন ও ইইই বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মোমিন।

এছাড়াও আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. মোজাম্মেল হক মহানবী হযরত মুহাম্মাদ (স.)-কে নিয়ে কটূক্তি করার বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কারণ উদঘাটন ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আলীনুর রহমানকে আহ্বায়ক ও ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের উপ রেজিস্ট্রার মো. আবু মুছাকে সদস্য সচিব করে ৪ সদস্যের কমিটি করা হয়েছে। অপর দুই সদস্য হচ্ছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল করিম।  

সর্বশেষ জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের পারস্পরিক বিভিন্ন অভিযোগ এবং এর পরিপ্রেক্ষিতে গত ২-৩ মাস যাবৎ বিভাগের ক্লাস-পরীক্ষা ও পরীক্ষাসমূহের ফলাফল প্রকাশে সৃষ্ট জটিলতার কারণ ও প্রকৃত তথ্য উদঘাটন করে এ জটিলতা থেকে উত্তোরণের উপায় সম্পর্কে সুপারিশ প্রদানের লক্ষ্যে সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদকে আহ্বায়ক ও শরীর চর্চা ও ক্রীড়া শিক্ষা বিভাগের উপ রেজিস্ট্রার মাসুদুল হক তালুকদারকে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। অপর ৩ সদস্য হচ্ছেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ ও আইসিটি বিভাগের অধ্যাপক ড. মুহা. শরিফুল ইসলাম। আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিটি কমিটিকে রিপোর্ট প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence