তদন্ত কমিটি গঠন

বেরোবিতে পানির ট্যাংক চাপায় আহত ৩, একাডেমিক ভবনে তালা

পানির ট্যাংক পড়ে শিক্ষার্থী আহত (ডানে) এবং তালাবদ্ধ একাডেমিক ভবন (বামে)
পানির ট্যাংক পড়ে শিক্ষার্থী আহত (ডানে) এবং তালাবদ্ধ একাডেমিক ভবন (বামে)  © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একাডেমিক ভবনের ছাদ থেকে পানির ট্যাংক পড়ে ৩ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর ছাদ থেকে ১৫শ লিটারের পানি ট্যাংক পড়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী আহতের ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ওই ভবনের মূল ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা।

ঘটনার পরে সহকারি প্রক্টর আতিউর রহমানকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির মেম্বার সেক্রেটারি হিসেবে সহকারি রেজিস্ট্রার মনিরা খাতুন এবং সদস্য হিসেব সহকারি অধ্যাপক ছদরুল ইসলাম সরকার। এই ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের দুই কর্মচারিকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ১০ম ব্যাচের শিক্ষার্থী সুলতান মাহমুদ, নবম ব্যাচের শিক্ষার্থী রুমী ও মনিরা একাডেমিক ভবন-৩ এর পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় ভবনের চারতলা থেকে একটি পানির ট্যাংক তাদের মাথায় পড়ে। এতে গুরুতর আহত হন তারা। পরে অন্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ দিকে শিক্ষার্থী আহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একাডেমিক ভবন-৩ এর মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছেন। রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলমান রয়েছে।

এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাইদুর রহমান বলেন, আমি শুনেছি তাদের দেখতে রংপুর মেডিকেল যাচ্ছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. একেএম ফরিদ-উল ইসলাম বলেন, প্রাথমিক অনুসন্ধানে জেনেছি ছাদ থেকে কেউ পানির ট্যাংক ফেলে দিয়েছে। সেই ট্যাংক নিচে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ