ড. ওয়াজেদের সমাধিতে বেরোবি প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৪৪ PM
ড. ওয়াজেদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন  বেরোবি প্রশাসন

ড. ওয়াজেদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন বেরোবি প্রশাসন © টিডিসি ফটো

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও বরেণ্য পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ অর্পণ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। শনিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফতেহপুরের পীরগঞ্জে ড. এম এ ওয়াজেদ মিয়া’র সমাধীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, শিক্ষক-কর্মকর্তাদের এবং কর্মচারীদের বিভিন্ন সংগঠন ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, সাধারণ সম্পাদক ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক খাইরুল কবীর সুমন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও প্রক্টর (চলতি দায়িত্ব) প্রফেসর ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম, গণিত বিভাগের প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, ইন্স্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মো. নাজমুল হক, শহীদ মুখতার ইলাহী হল প্রভোস্ট (চলতি দায়িত্ব) ফেরদৌস রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট (চলতি দায়িত্ব) তাবিউর রহমান প্রধান, সাইবার সেন্টারের পরিচালক (চলতি দায়িত্ব) মুহা. শামসুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সকলের অংশ গ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভাইভায় ধরা পড়ল হাতের লেখার অমিল, নারী প্রার্থীকে বাসা থেকে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের ২০০ প্রশ্নে ১৭৭ বানান ভুল
  • ৩১ জানুয়ারি ২০২৬