যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণের সুযোগ পেলেন জবি শিক্ষার্থী শ্রাবণী

নুরুন নাহার শ্রাবণী
নুরুন নাহার শ্রাবণী  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরুন নাহার শ্রাবণী যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পরিচালিত স্টাডি অব দ্য ইউএস ইনস্টিটিউটস (এসইউএসআই) ফর গ্লোবাল স্টুডেন্ট লিডার্স প্রোগ্রামে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

এই প্রোগ্রামের আওতায় নুরুন নাহার শ্রাবণী আগামী ২৪ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেভাডায় এক মাসব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করবেন।

এই অর্জনের পেছনে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ আয়োজিত ‘ইউএস এম্বাসি : এক্সচেঞ্জ অপরচুনিটিস’ শীর্ষক সেমিনারে তার অংশগ্রহণ, যেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কলারশিপ ও এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে আলোচনা করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) শ্রাবণী ও আয়োজক বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ড. শামসুন নাহার, যিনি নিজেও একজন ইউএস এক্সচেঞ্জ অ্যালামনাই, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুন : ঢাবি শিক্ষার্থীদের নির্যাতনে দায়ী শিক্ষক-কর্মকর্তাদের বিষয়ে তথ্য চাইল কমিটি

এ সময় উপাচার্য শ্রাবণীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের শিক্ষার্থীদের সফল অংশগ্রহণ আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থার সক্ষমতার প্রমাণ বহন করে।’

অনুভূতি প্রকাশ করতে গিয়ে শ্রাবণী বলেন, ‘এটা শুধু আমার একার অর্জন নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর প্রেরণার উৎস। আমি চাই, আমার মতো আরও অনেকে আন্তর্জাতিক সুযোগ কাজে লাগাক। আমি দেশ, বিশ্ববিদ্যালয় এবং আমার বিভাগের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত।’

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনো শিক্ষার্থী এসইউএসআই প্রোগ্রামে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়ার একটি গৌরবজনক মাইলফলক।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence