ববি শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে নিলেও হয়নি নবীন বরণ

২৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারের কার্যক্রম শেষের দিকে থাকলেও প্রায় দেড় হাজার শিক্ষার্থীর নবীন বরণ করেনি প্রশাসন। অথচ প্রত্যেকের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। প্রতি শিক্ষাবর্ষে নবীনদের জন্য সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়। সে অনুযায়ী এ বছরও নবীন শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে নিয়েও আয়োজনটি করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। 

এর ফলে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা পাওয়ার থেকে বঞ্চিত হয়েছেন। এ নিয়ে অনেক নবীন শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এ আয়োজন না হওয়ার পেছনে যৌক্তিক কোনও কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী রাকিব মিয়া বলেন, ‘প্রতি বছর নবীনদের জন্য কেন্দ্রীয় নবীনবরণ আয়োজন করা হয়। ছয় মাস পার হয়ে গেলেও আমাদের ব্যাচের নবীন বরণ হয়নি। যদি অনুষ্ঠান না হয়, তাহলে নেওয়া অর্থের জবাবদিহিতা চাই।’

নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা পাওয়ার থেকে বঞ্চিত হয়েছেন। এ নিয়ে অনেক নবীন শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এ আয়োজন না হওয়ার পেছনে যৌক্তিক কোনও কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থী মাহমুদ বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর ৬ মাস কেটে গেলেও অনুষ্ঠিত হয়নি কাঙ্ক্ষিত ওরিয়েন্টেশন। শিক্ষার্থীরা এখনও হাতে পায়নি আইডি কার্ড। এটা খুবই মর্মান্তিক বিষয়। যদিও আমাদেরকে দিতে হয়েছে সব ধরনের ফি।’

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড না থাকায় বাইরে বিভিন্ন জায়গায় চলাচলে সমস্যায় পড়তে হয়। অনেক সময় সন্দেহের চোখে দেখে। অথচ তারা একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের এ দুরবস্থার জন্য দায়ী কে, সে প্রশ্নও তাদের?

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থী হিসেবে আমরা এখনো কেন্দ্রীয়ভাবে কোনো ওরিয়েন্টেশন পাইনি, অথচ আমাদের দিতে হয়েছে ধার্যকৃত সব ফি। বিষয়টির নিয়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ১৩তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর জবাবদিহিতা চাই।’

আরো পড়ুন: জাবি থেকে ছাত্রলীগের ২৫৯ নেতাকর্মী, ৯ শিক্ষককে বহিষ্কার

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও এখনো ওরিয়েন্টেশন না হওয়ায় হতাশা প্রকাশ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী জাহিন আব্দুল্লাহ। তিনি বলেন, ‘এতে নবীন শিক্ষার্থীরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও দিক-নির্দেশনা থেকে বঞ্চিত হচ্ছে। ওরিয়েন্টেশন সময়মতো হলে শিক্ষার্থীরা সহজে মানিয়ে নিতে পারতো। প্রশাসনের উচিৎ এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা সুজন চন্দ্র পাল বলেন, ‘সেন্ট্রাল ওরিয়েন্টেশন হওয়ার কথা ছিল, কিন্তু সঙ্গত কিছু কারণে সেটা হয়নি। তবে সামনে কবে নাগাদ হতে পারে, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। প্রশাসনের পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. গোলাম রাব্বানী বলেন, ‘ওরিয়েন্টেশন হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। হবে কি হবে না, সেটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভালো বলতে পারবেন।’

যে ২৫৯ আসনে চূড়ান্ত হলো হাতপাখার প্রার্থী (তালিকা)
  • ২১ জানুয়ারি ২০২৬
এবার ভোট গণনায় দেরি হতে পারে, যে ব্যাখা দিল সরকার
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী আবু সাইয়িদ
  • ২১ জানুয়ারি ২০২৬
ফাজিলে ইসলামিক ব্যাংকিং বিষয়ে নতুন বিভাগ চালু
  • ২১ জানুয়ারি ২০২৬
চাঁদপুর-২ আসনে লড়বেন ৮ প্রার্থী, কে কোন প্রতীক পেলেন 
  • ২১ জানুয়ারি ২০২৬
সাভারে বেদেপল্লিতে যৌথ বাহিনীর অভিযান মাদকসহ আটক ৩
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9