জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

২২ এপ্রিল ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২৩ PM
থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন

থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে ও শিক্ষার্থীদের স্ক্রিনিং কার্যক্রমে সম্পৃক্ত করতে আজ বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে ‘থ্যালাসেমিয়া অ্যাওয়ার্নেস ও স্ক্রিনিং ক্যাম্পেইন’। বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট ও বায়োটেড-এর যৌথ আয়োজনে আয়োজিত এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন প্রায় একশত শিক্ষার্থী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘সাধারণত কোনো পরিবারের সদস্য থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে তা সমগ্র পরিবারের জন্য গভীর দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম যত বেশি সম্প্রসারিত করা যাবে, ততই সামগ্রিকভাবে এর ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে থ্যালাসেমিয়া থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার উপায় খুঁজে বের করতে হবে।’

ক্যাম্পেইনের কি-নোট স্পিকার ছিলেন বায়োটেড-এর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ সওগাতুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, বাঁধন জবি ইউনিটের শিক্ষক উপদেষ্টা ড. মো. আব্দুল মান্নান এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি উম্মে মাবুদা ও সাধারণ সম্পাদক তাসলিমুল হাসান নিশাদ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন সচেতনতামূলক আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ার ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শহর বাঁচাও বুড়িগঙ্গা বাঁচবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে মানুষ মুখিয়ে আছে: ভ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহিলা কলেজের শিক্ষা সফরের বাসে ‘ওয়ান্স এগেইন শেখ হাসিনা-জয়…
  • ৩০ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে …
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬