প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেন ইবি শিক্ষার্থীরা

২২ এপ্রিল ২০২৫, ০১:৪৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২৪ PM
প্রশাসন ভবনে শিক্ষার্থীদের অবস্থান

প্রশাসন ভবনে শিক্ষার্থীদের অবস্থান © টিডিসি

প্রশাসনের আশ্বাসে প্রায় তিন ঘণ্টা পর বিভাগের নাম পরিবর্তন ও সেশনজট নিরসনের দাবিতে করা প্রশাসন ভবন অবরোধ কর্মসূচি তুলে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। প্রশাসনের সঙ্গে বিভাগের ছাত্র প্রতিনিধিদের আলোচনা এবং বিভাগের নাম পরিবর্তনের নির্দিষ্ট সময়সূচি প্রদানের আশ্বাসের ভিত্তিতে এ কর্মসূচি তুলে নেয় তারা।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা দুইটার দিকে প্রশাসন ভবনের নিচে প্রশাসনের পক্ষ থেকে পাওয়া আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করে তারা৷ এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক বিপুল রায় ছাড়াও প্রক্টরিয়াল বডির সদস্য ও ইবি সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবির সভাপতি মো. মাহমুদুল হাসান, সেক্রেটারি মো. ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

শিবির সভাপতি বলেন, ‘নিয়মতান্ত্রিক জটিলতার কারণে আপনাদের দাবি আদায়ে একটু সময় লেগে গেছে। ভিসি স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। বিশ্ববিদ্যালয় শুধু প্রশাসনের নয়, এটা আমাদের সবার। সামনে ভর্তি পরীক্ষা, আমাদের যেন ইমেজ সংকটে পড়তে না হয়, সে জন্য আমি নিজে সরাসরি এসেছি। হয়তো বিভিন্ন সময় যৌক্তিক দাবিতে আমরা সহযোগিতা করেছি, কিন্তু এ রকম সরাসরি মিলিমিশে যাওয়ার ঘটনা খুবই কম হয়েছে। আপনাদের প্রতিনিধিদের সঙ্গে আমরা প্রশাসনের সঙ্গে বসব এবং কত দ্রুত এটি সমাধান করা যায় সেই উপায় বের করার চেষ্টা করব।’

আরও পড়ুন: ৬৩ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ভাতা বন্ধ চার মাস, চিঠি চালাচালির বেড়াজালে শিক্ষকরা

এদিন বেলা ১১টার পর থেকে বিভাগের নাম পরিবর্তন ও সেশনজট নিরসনের দাবিতে প্রশাসন ভবন অবরোধ করেন শিক্ষার্থীরা। বিভাগের নাম পরিবর্তনে কালক্ষেপণের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেন তারা। এর আগে গত বছরের ২৪ নভেম্বর একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিভাগটির শিক্ষার্থীরা। সেদিন বিভাগীয় সভাপতি ও প্রক্টরিয়াল বডির আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাতের শর্তে তালা খুলে দেন শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে এ বছরের ২৬ জানুয়ারি আবারও প্রশাসন ভবনের সামনে একই দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, তিন বছর আগে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তাদের অজান্তে স্বাক্ষর নিয়ে বিভাগের নাম পরিবর্তন করা হয়। পরবর্তী সময়ে বিষয়টি জানার পর দীর্ঘদিন ধরে বিভাগের নাম পরিবর্তনের দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়িত হয়নি। সর্বশেষ নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পরও একাধিকবার বিভাগীয় সভাপতি এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানালেও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় আজকে আবারও আন্দোলনে নেমেছেন তারা। বারবার দাবি জানানো সত্ত্বেও প্রশাসন সিদ্ধান্ত গ্রহণে কালক্ষেপণ করায় আজ তারা প্রশাসন ভবন অবরোধ করেছেন।

সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬