কুবিতে পারভেজ হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

২১ এপ্রিল ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৮ PM
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার-পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে পারভেজ হত্যার সঠিক ও দ্রুত বিচারের দাবি জানান। এ সময় তারা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘বিচার চাই’, ‘পারভেজ হত্যার বিচার চাই’, ‘সন্ত্রাসীদের ফাঁসি চাই’ ইত্যাদি দাবিতে তারা সোচ্চার হন।

লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা আজ এক গভীর শোকের ঘটনায় একত্র হয়েছি। আমাদের সহপাঠী, প্রাইম এশিয়ার ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের পরিবারেরই একজন ছিল। তার বাবার কান্না আমাদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। আমরা চাই, এই জঘন্য ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক।’

আরও পড়ুন: পারভেজ হত্যায় গ্রেপ্তার তিনজন ৭ দিনের রিমান্ডে

গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হান্নান রহিম বলেন, ‘জাহিদুল ইসলাম পারভেজকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। অ। অপরাধীর পরিচয় যা-ই হোক না কেন, সে কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্য হলেও, তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’

নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬