তিতুমীর কলেজে ‘ভয়েস ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে কালো পতাকা ও মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষার্থীদের মানববন্ধন   © টিডিসি

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘Titumir’s Voice for Palestine’ কর্মসূচি। আজ সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় কলেজের প্রধান ফটকে মানববন্ধনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা মূল ফটকে জড়ো হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবারও সেখানে ফিরে আসেন। এ সময় কলেজের শিক্ষকরা বিক্ষোভ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।

তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করছেন। আমরা অন্যায়ের প্রতিবাদ করি, প্রতিবাদ করতে জানি। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডে আজ পুরো বিশ্ব বিবেক নড়ে বসেছে। আমরা ধিক্কার জানাই এই নৃশংসতার বিরুদ্ধে। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, তিনি যেন ফিলিস্তিনবাসীকে রক্ষা করেন।’

শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনে শিশুদের কান্না, মায়েদের বুকফাটা আর্তনাদ ও ধ্বংসস্তূপে চাপা পড়া স্বপ্ন আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করেছে। নীরব থাকা মানে নৈতিকভাবে অন্যায়কে মেনে নেওয়া।

আরও পড়ুন: নতুন উদ্যোক্তাদের সহায়তায় ৮০০-৯০০ কোটি টাকার তহবিল গঠন

তারা আরও বলেন, ‘এ প্রতিবাদ কোনো রাজনৈতিক বার্তা নয়, এটি মানবতার পক্ষে একটি অবস্থান। আজ যদি আমরা চুপ থাকি, তবে আগামীকাল আমাদের জন্যও কেউ কথা বলবে না।’

পরে শিক্ষার্থীরা ব্যানার হাতে নিয়ে মহাখালীর টিবিগেট হয়ে গুলশান-১ নম্বরে গিয়ে ইসরায়েলের পতাকা দাহ করেন। এরপর ক্যাম্পাসে ফিরে এসে পতাকা মঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকার এক পাশে ফিলিস্তিনের পতাকা এবং অন্য পাশে কালো পতাকা উত্তোলন করেন।

উল্লেখ্য, দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়। প্রতিবাদের প্রতীক হিসেবে কলেজের মূল ফটকে তালা লাগানো হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence