জবি উপাচার্যের পরিচয়ে হোয়াটসঅ্যাপে টাকা দাবি, থানায় অভিযোগ

২২ মার্চ ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১২ PM
জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম

জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে একটি প্রতারণাচক্রের বিরুদ্ধে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে উপাচার্যের বিশেষ সহকারী মো. আনোয়ার হোসাইন এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।  

পরবর্তীতে এ বিষয়ে কোতোয়ালী থানায় উপাচার্যের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আনোয়ার হোসেন। জিডিতে উল্লেখ করা হয়, একটি নম্বর (01856-064528) থেকে ২২ মার্চ দুপুর আনুমানিক ১:৩০ মিনিটে হোয়াটসঅ্যাপে উপাচার্য স্যারের ছবি ব্যবহার করে একটি অ্যাকাউন্ট খোলা হয় এবং অজ্ঞাতনামা ব্যক্তিরা বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থাপন করা হলো।

এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘আমাদের কাছে এখনো ডায়েরিটি এসে পৌঁছায়নি। তবে এমন কোনো ঘটনা ঘটে থাকলে আমরা দ্রুত ব্যবস্থা নেব। প্রয়োজনে বিষয়টি ডিবির সাইবার ক্রাইম ইউনিটের কাছে পাঠিয়ে তদন্ত করা হবে।’

উপাচার্যের পিএস মো. আনোয়ার হোসেন বলেন, আমি উপাচার্যের নির্দেশে থানায় জিডি করতে এসেছি। একটি নম্বর থেকে উপাচার্যের ছবি ব্যবহার করে ৪০ হাজার টাকা দাবি করার বিষয়টি সামনে এসেছে। সকলকে এ বিষয়টি নিয়ে সচেতন থাকার অনুরোধ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে এবং এমন কোনো প্রতারণামূলক বার্তা পেলে দ্রুত প্রশাসনকে জানাতে বলেছেন।

ট্যাগ: জবি
শহর বাঁচাও বুড়িগঙ্গা বাঁচবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে মানুষ মুখিয়ে আছে: ভ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহিলা কলেজের শিক্ষা সফরের বাসে ‘ওয়ান্স এগেইন শেখ হাসিনা-জয়…
  • ৩০ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে …
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬