জবি শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
- জবি কন্ট্রিবিউটর
- প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৮:১০ AM , আপডেট: ১৪ মার্চ ২০২৫, ০৮:১৫ AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) পুরান ঢাকার একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
আরো পড়ুন: রুয়েটে ভর্তির তারিখ ঘোষণা
ইফতা মাহফিলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।