ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি © টিডিসি ফটো

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‍্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটা বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবর; আহলান সাহলান, মাহে রমজান; রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে; অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করো করতে হবে; বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো; দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, কমাতে হবে ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, ইবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি এইচ এম আবু মুসা, বর্তমান সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি ইসমাইল হোসেন রাহাত, তালাবায়ে আরাবিয়ার সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি এস এম শামীম, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি নোমান হোসেন সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে বক্তারা বলেন, মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান মাস। বছর ঘুরে এই মাস আবারো আমাদের মাঝে এসেছে।  এ মাসের পবিত্রতা রক্ষা, রোজা রাখা ও পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবি নামাজ আদায়ের জন্য মুসলমানদের আহ্বান জানাই৷ আমাদের সকলকে রমজানের পবিত্রতা ও শুদ্ধতা বজায় রাখতে হবে। সকলে পবিত্র রমজানের দায়িত্ব সুচারুভাবে পালন করবো এবং সকলের কাছে এই মাসের পবিত্রতা রক্ষার আহবান পৌঁছে দিবো। 

বক্তারা আরো বলেন, রমজান এলেই ব্যবসায়ীদের একধরনের সিন্ডিকেট গড়ে ওঠে। সরকারকে এই সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রমজানের পবিত্রতা রক্ষায় পদক্ষেপ নিতে হবে৷ ভিন্নধর্মাবলম্বী ভাইবোনদের খাবারের সুনির্দিষ্ট ব্যবস্থা করে দিনের বেলায় দোকানপাট বন্ধ রাখতে হবে। এছাড়াও রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কোন অশ্লীলতা বেহায়াপনার অনুষ্ঠান আয়োজন করতে দেওয়া যাবে না।

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬