কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন 

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন
কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন  © টিডিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে মানববন্ধনটি আয়োজন করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

সংগঠনের সদস্য নওশীন নাওয়ার জয়া বলেন, ‘আমরা বোধহয় ৫ আগস্টকে ভুলে যাচ্ছি। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে বিজয় অর্জন করেছিলাম, তা দিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়তে পারি, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে পারি, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। কিন্তু যা ঘটছে, তা আমাদের আশার বিপরীত। কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।’

আরও পড়ুন: প্রেমঘটিত কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, ‘কাউকে কোনো ট্যাগ দিয়ে হামলা করার অধিকার বা আইন পৃথিবীর কোথাও নেই। কিন্তু বাংলাদেশে ফ্যাসিস্ট আমলে ট্যাগিং করে হামলাকে বৈধভাবে দেখা হতো। ট্যাগিং দিয়েই আবরার ভাইকে শহীদ করা হয়েছিল। আমরা ক্যাম্পাসগুলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ চাই, অস্ত্রের ঝনঝনানি দেখতে চাই না। শিক্ষার্থীদের অধিকার প্রতিটি ক্যাম্পাসে নিশ্চিত করা হোক, এটাই আমাদের চাওয়া। কুয়েটে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’

সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নিরাপদ ও লেজুড়বৃত্তি-ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাস শিক্ষার্থীদের অধিকার। এ অধিকার নিয়ে কথা বলায় তাদের রক্তাক্ত করা হয়েছে, এটা চরম মানবাধিকার লঙ্ঘন।’

আরও পড়ুন: ইবিতে প্রিন্টিং মেশিন অকেজো, বছরে ক্ষতি ১০ লাখ টাকা

সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষার্থী হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব হলো অন্য শিক্ষার্থীদের বিপদে পাশে দাঁড়ানো, তাদের জন্য কথা বলা। শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে শিক্ষাকে সীমাবদ্ধ রাখা শিক্ষার মূল্যবোধ নয়।’

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটিকে মানবাধিকার লঙ্ঘনমূলক যেকোনো ঘটনায় প্রতিবাদ কর্মসূচি নিতে দেখা যায়। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence