জবির শরীরচর্চা কেন্দ্রে এখনও ব্যবহৃত হচ্ছে মুজিবের লোগোযুক্ত প্যাড

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
মুজিবের লোগোযুক্ত প্যাড

মুজিবের লোগোযুক্ত প্যাড © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রের প্যাডে এখনও ব্যবহার করা হচ্ছে মুজিব শতবর্ষের লোগো, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নিয়ে বিতর্কে পড়েছে।

এ বিষয়ে জানা যায়, গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) জবি শরীরচর্চা কেন্দ্র থেকে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৮ম বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫ (ছাত্র-ছাত্রী) এ অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের নাম প্রেরণ প্রসঙ্গে’ শীর্ষক এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়, যেখানে মুজিব শতবর্ষের লোগো ব্যবহার করা হয়েছে। 

এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, ক্রীড়া উপ-কমিটি (এ্যাথলেটিকস ও সাঁতার) আহ্বায়ক ড. বিষ্ণুপদ ঘোষ এবং শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) গৌতম কুমার দাস।

এ ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নয়ন খান লিও লিখেছেন, ‘এই লোগোটা এখনও কেন ব্যবহৃত হচ্ছে? এটি থেকে আওয়ামী দুর্গন্ধ আসে।’

ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী জিহাদ মন্তব্য করেছেন, এটা নোটেড। কালকেই প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

এ বিষয়ে শরীরচর্চা কেন্দ্রের উপ-পরিচালক গৌতম কুমার দাস বলেন, ‘ভুল করে গত বছরের প্যাডটি ব্যবহার করা হয়েছে, পরে আমি নিজেই বিষয়টি সংশোধন করেছি।’

অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, ‘আগের বছর ছিল, এজন্য লক্ষ্য করা হয়নি। সিগনেচার করার সময় আমি খেয়াল করিনি। পরে লক্ষ্য করা হলে সব নোটিশ প্রত্যাহার করা হয়েছে। এখন আর সেই লোগো ব্যবহৃত হবে না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন, ‘আমি এখনও নোটিশটি দেখিনি। বিষয়টি আমি দেখছি।’

কুবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে …
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬