জুলাই আন্দোলনে শহীদ সাজিদের স্মরণে জবিতে ক্রিকেট টুর্নামেন্ট

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
জুলাই আন্দোলনে শহীদ সাজিদের স্মরণে জবিতে চার দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে

জুলাই আন্দোলনে শহীদ সাজিদের স্মরণে জবিতে চার দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে © টিডিসি

জুলাই বিপ্লবের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম শহীদ সাজিদের স্মরণে ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে শহিদ সাজিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের পোগজ স্কুল অ্যান্ড কলেজ মাঠ চার দিনব্যাপী এ খেলার উদ্বোধন করা হয়।

শিক্ষার্থীদের মধ্যে গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদ সাজিদের স্মরণে এ খেলার আয়োজন করা হয়। ৩২টি টিম নিয়ে নকআউট খেলায় গণিত ও আইন বিভাগের খেলার মাধ্যমে এ টুর্নামেন্টের সূচনা হয়।

খেলা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, ‘এ খেলার আয়োজনের মাধ্যমে আমরা দুটো জিনিস করতে চাই, শহিদ সাজিদকে স্মরণ এবং আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি। আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন বৃদ্ধি করতে পরবর্তী এমন আরও আয়োজন করার চেষ্টা করব। এ ছাড়া খেলাধুলার সঙ্গে থাকলে আমাদের সহপাঠী ছোট ভাই, বন্ধুরা শরীর ও মন ঠিক রাখতে পারবে।’

আরও পড়ুন: জাতীয়করণের দাবি: মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষক প্রতিনিধিরা

সংগঠনের সভাপতি এ কে এম রাকিব বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ সব সময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করেছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকবে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা শুধু ক্রিকেটীয় আনন্দই দিচ্ছি না, বরং শহিদ সাজিদের স্মৃতিকে আমাদের মধ্যে আরও গভীরভাবে চিরন্তন করে রাখার প্রয়াস চালাচ্ছি। ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের জন্য কাজ করতে বদ্ধপরিকর।’

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুনতাসীর মুকুল, গণ অধিকার পরিষদের ছাত্র অধিকারবিষয়ক সম্পাদক রেদোয়ান উল্লাহ খান, জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, সদস্যসচিব সামসুল আরেফিন, জবি প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফসহ বিশ্ববিদ্যালয় শিবিরে সাংগঠনিক সম্পাদক, জবি ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতিসহ অন্যরা।

আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬