জবিতে নারী পুরোহিতের সরস্বতী বন্দনা

নারী পুরোহিতের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়
নারী পুরোহিতের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিদ্যার দেবী সরস্বতীর বন্দনায় এবারো নারী পুরোহিতের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সমাদৃতা ভৌমিক এবার পৌরোহিত্য করছেন। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান ভবন-১ এর সামনে ইংরেজি বিভাগের পূজা মণ্ডপে এমন চিত্র দেখা যায়।

নারীর পৌরহিত্যের বিষয়টি বেশ সারা ফেলেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষকরা। 

ইংরেজি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী মহাশ্বেতা রায় মিতু বলেন, আমাদের পূজার অন্যতম উদ্দেশ্য বিদ্যার দেবীর আরাধনা। বিদ্যার ক্ষেত্রে নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই, তাই পূজার ক্ষেত্রেও থাকা উচিত নয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, গত বছর প্রথমবারের মতো নারী পুরোহিতের মাধ্যমে পূজা হয়েছিল, এবারও সেই ধারা বজায় রেখেছে ইংরেজি বিভাগ। এই বিষয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূজা উদ্‌যাপনকে আরও সুন্দর করে তুলেছে।

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৩টি বিভাগ, দুটি ইনস্টিটিউট, চারুকলা অনুষদ এবং ছাত্রী হল থেকে পৃথক পৃথকভাবে ৩৭টি মণ্ডপে সরস্বতী পূজা উদ্‌যাপিত হচ্ছে। পূজা দেখতে ভিড় জমাচ্ছেন পুরান ঢাকা ও আশেপাশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence