ইবিতে শ্রেণিকক্ষ নিয়ে বারবার আন্দোলন, কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

শ্রেণিকক্ষের সুষ্ঠু বণ্টনকে কেন্দ্র করে কয়েক দিন পরপরই ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনুষদ ভবনের কক্ষ পুনর্বণ্টন-বিষয়ক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৪ সদস্যের কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন ভিসি অফিসের উপ রেজিস্ট্রার ড. মোহাম্মদ শিবলী। কমিটির অপর দুই সদস্য হচ্ছেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।

আরও পড়ুন: তিতুমীর কলেজের বিষয়টি বিশেষ বিবেচনায় রয়েছে: শিক্ষা মন্ত্রণালয়

এর আগে বিভিন্ন সময় ক্লাসরুমের দাবিতে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। একই দাবিতে আমরণ অনশন পর্যন্ত করেছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা৷ এছাড়া একই দাবীতে মুখে কালো কাপড় বেধে আন্দোলন করেছে সমাজকল্যাণ বিভাগ। সর্বশেষ আজ সকালেও অনুষদ ভবনে বরাদ্দকৃত শ্রেণিকক্ষ বুঝিয়ে দেওয়ার দাবীতে আন্দোলন করে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। 


সর্বশেষ সংবাদ