বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ তিতুমীরের শিক্ষার্থীদের

ক্যাম্পাসের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা
ক্যাম্পাসের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা   © টিডিসি ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজটির আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই কর্মসূচি শুরু করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাঁরা তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর করার যে আল্টিমেটাম দিয়েছেন, সরকার সেটি শুনছে না। এই জন্য তাঁরা আবার সড়কে নেমেছেন। সরকার যদি সাধারণ শিক্ষার্থীদের দাবি না মানে, তাহলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাবে।

এসময় কলেজ অধ্যক্ষ শিপ্রা রানী মন্ডল শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি বলেন, তোমরা কলেজে ফিরে আসো রাস্তা ছেড়ে দাও। ক্যাম্পাসে এসে তোমাদের দাবিগুলো জানাও। 

এর আগে বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার পর থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে তারা আমরণ অনশন শুরু করেন। এসময় শিক্ষার্থীরা ৭ দফা দাবি জানান। 

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্য’ এর সাত দফা দাবিগুলো হলো- তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ। তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন ও ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন।

এছাড়াও অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ ও আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে তিতুমীর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিগত ২৮ বছর ধরে আন্দোলন করছেন কলেজটির শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্টের সরকারের পটপরিবর্তনের পর শিক্ষার্থীরা আবারও নতুন করে তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ে উপস্থাপন করেন তারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence