সাত কলেজ নিয়ে যে প্রস্তাব জানালেন উমামা ফাতেমা

২৭ জানুয়ারি ২০২৫, ০৯:১৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন

সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন © সংগৃহীত

সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না রাখার সিদ্ধান্তকে ‘সাধুবাদ’ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেছেন, সরকার চাইলে সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে পারে।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাবির অধিভুক্ত থেকে বাতিলের ঘোষণা আসার পর গণমাধ্যমকে উমামা ফাতেমা বলেন, সাত কলেজের প্রতিটি প্রতিষ্ঠানই স্বনামধন্য। এগুলো কলেজ হিসেবেই যথেষ্ট সমৃদ্ধ। সরকার যদি চায়, তাহলে তাদের একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে পরিণত করা উচিত।

তিনি আরও বলেন, ঢাকা কলেজ, ইডেন কলেজসহ বেশ কিছু কলেজের আবাসিক হল সুবিধা রয়েছে। সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হলে সেটিও মন্দ হবে না।

গত কয়েক বছর ধরে অধিভুক্তি থেকে বেরিয়ে এসে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে গত ২৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করে, যারা সাত কলেজের ভবিষ্যৎ কাঠামো নিয়ে সুপারিশ দেয়।

এরই মধ্যে গতকাল রবিবার রাতে ঢাবি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের মূল শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। এরপর সোমবার এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়, সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত থাকবে না।

সাত কলেজের অধিভুক্তি প্রসঙ্গে উমামা ফাতেমা বলেন, ‘সাত কলেজের সমস্যাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে সমাধান সম্ভব ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেরাই নানা সমস্যায় জর্জরিত, তারা সাত কলেজের সমস্যার সমাধান কীভাবে করত?’

তিনি মনে করেন, অধিভুক্তি থেকে বের হয়ে আসার পর সাত কলেজের প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানো এবং ক্লাস-পরীক্ষা নিয়মিত করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দীন বলেন, ‘অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তটি নিয়ম অনুযায়ী আমাদের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে যাবে। সেখানেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।’

ফ্যামিলি কার্ডে পাওয়া যাবে ব্যাংক ঋণও, জানালেন বিএনপি নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬
খুনের রাজনীতি বন্ধে ছাত্রজনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জাবি ছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মুগদা থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়াতে পল্লবীতে শুরু হল ব্যাডমিন্ট…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের দুদিনের সফরসূচি প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬