খুবিতে অসচ্ছল শিক্ষার্থীদের বিনা সুদে ঋণ দিচ্ছে ইক্বলাব ফাউন্ডেশন

২০ জানুয়ারি ২০২৫, ০৬:১২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
ইক্বলাব ফাউন্ডেশন লোগো

ইক্বলাব ফাউন্ডেশন লোগো © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) টার্ম রেজিস্ট্রেশন ফি পরিশোধে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় বিনা সুদে ঋণ প্রদান করছে ইক্বলাব ফাউন্ডেশন। জানা গেছে, গত টার্ম থেকে শুরু হওয়া এই কার্যক্রমে শিক্ষার্থীরা ছয় মাসের জন্য বিনা সুদে ঋণ নিতে পারবেন।

জানা যায়, খুবিতে প্রতি বছর দুবার টার্ম রেজিস্ট্রেশন করতে হয়। অনেক শিক্ষার্থী পারিবারিক অসচ্ছলতার কারণে রেজিস্ট্রেশনের টাকা জোগাড় করতে হিমশিম খায়। এ সমস্যার সমাধানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত দ্বিনি সংগঠন ইক্বলাব ফাউন্ডেশন বিনা সুদে ঋণ প্রদানের উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে ইক্বলাব ফাউন্ডেশনের সদস্য এবং খুবির প্রাক্তন শিক্ষার্থী আফসারুল আলম বলেন, ‘ছোট ভাইয়েরা যখন ফোন দিয়ে তাদের সমস্যা ও পরিবারের অসহায়ত্বের কথা জানায়, তখন তাদের পাশে দাঁড়ানোর অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা গত টার্মে সীমিত পরিসরে কাজ শুরু করেছিলাম, কিন্তু এবার থেকে বৃহৎ পরিসরে কাজ করার চেষ্টা করছি।’

প্রসঙ্গত, ইক্বলাব ফাউন্ডেশন খুবি শিক্ষার্থীদের পরিচালিত একটি দ্বিনি সংগঠন। সংগঠনের সদস্যরা প্রতিদিন এক টাকা করে দান করেন। এই অর্থ বিভিন্ন প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী ছাড়াও বাইরের অনেক অসচ্ছল মানুষদের জন্য সুদমুক্ত ঋণ হিসেবে ব্যবহৃত হয়। সংগঠনটি দ্বিনি প্রোগ্রাম ছাড়াও বিভিন্ন সামাজিকমূলক কাজ করে থাকেন এবং এ পর্যন্ত ৩৭ জনকে সুদ মুক্ত ঋণ প্রদান করেছে।

ট্যাগ: খুবি
নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান আসিফের
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে ভ্রমণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
গণঅভ্যুত্থানে ঢাবিতে হামলা: ৪০৩ ছাত্রলীগের নেতাকর্মীর মধ্যে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কোচিং সেন্টারে উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটির মাসিক চাঁ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত পাকিস্তানের, নেপথ্যে কী?
  • ৩১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ ১৫ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬