খুবিতে অসচ্ছল শিক্ষার্থীদের বিনা সুদে ঋণ দিচ্ছে ইক্বলাব ফাউন্ডেশন

২০ জানুয়ারি ২০২৫, ০৬:১২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
ইক্বলাব ফাউন্ডেশন লোগো

ইক্বলাব ফাউন্ডেশন লোগো © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) টার্ম রেজিস্ট্রেশন ফি পরিশোধে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় বিনা সুদে ঋণ প্রদান করছে ইক্বলাব ফাউন্ডেশন। জানা গেছে, গত টার্ম থেকে শুরু হওয়া এই কার্যক্রমে শিক্ষার্থীরা ছয় মাসের জন্য বিনা সুদে ঋণ নিতে পারবেন।

জানা যায়, খুবিতে প্রতি বছর দুবার টার্ম রেজিস্ট্রেশন করতে হয়। অনেক শিক্ষার্থী পারিবারিক অসচ্ছলতার কারণে রেজিস্ট্রেশনের টাকা জোগাড় করতে হিমশিম খায়। এ সমস্যার সমাধানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত দ্বিনি সংগঠন ইক্বলাব ফাউন্ডেশন বিনা সুদে ঋণ প্রদানের উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে ইক্বলাব ফাউন্ডেশনের সদস্য এবং খুবির প্রাক্তন শিক্ষার্থী আফসারুল আলম বলেন, ‘ছোট ভাইয়েরা যখন ফোন দিয়ে তাদের সমস্যা ও পরিবারের অসহায়ত্বের কথা জানায়, তখন তাদের পাশে দাঁড়ানোর অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা গত টার্মে সীমিত পরিসরে কাজ শুরু করেছিলাম, কিন্তু এবার থেকে বৃহৎ পরিসরে কাজ করার চেষ্টা করছি।’

প্রসঙ্গত, ইক্বলাব ফাউন্ডেশন খুবি শিক্ষার্থীদের পরিচালিত একটি দ্বিনি সংগঠন। সংগঠনের সদস্যরা প্রতিদিন এক টাকা করে দান করেন। এই অর্থ বিভিন্ন প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী ছাড়াও বাইরের অনেক অসচ্ছল মানুষদের জন্য সুদমুক্ত ঋণ হিসেবে ব্যবহৃত হয়। সংগঠনটি দ্বিনি প্রোগ্রাম ছাড়াও বিভিন্ন সামাজিকমূলক কাজ করে থাকেন এবং এ পর্যন্ত ৩৭ জনকে সুদ মুক্ত ঋণ প্রদান করেছে।

ট্যাগ: খুবি
রাজধানীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • ০৭ জানুয়ারি ২০২৬
৫০ হাজার টাকার ঋণ সুদে-আসলে দাঁড়াল ৩ লাখ, মামলা থেকে বাঁচতে…
  • ০৭ জানুয়ারি ২০২৬
নার্স ও চিকিৎসকদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
  • ০৭ জানুয়ারি ২০২৬
‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন কুবির ৩ রোভার
  • ০৭ জানুয়ারি ২০২৬
নিরপেক্ষ ভেন্যুর দাবি নাকচ, বাংলাদেশকে ভারতেই খেলতে বলল আইস…
  • ০৭ জানুয়ারি ২০২৬
জুলাই হামলায় বহিষ্কৃতসহ ৫ বহিষ্কৃত কর্মকর্তা বৈধ ভোটার
  • ০৭ জানুয়ারি ২০২৬