খুবিতে অসচ্ছল শিক্ষার্থীদের বিনা সুদে ঋণ দিচ্ছে ইক্বলাব ফাউন্ডেশন

২০ জানুয়ারি ২০২৫, ০৬:১২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
ইক্বলাব ফাউন্ডেশন লোগো

ইক্বলাব ফাউন্ডেশন লোগো © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) টার্ম রেজিস্ট্রেশন ফি পরিশোধে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় বিনা সুদে ঋণ প্রদান করছে ইক্বলাব ফাউন্ডেশন। জানা গেছে, গত টার্ম থেকে শুরু হওয়া এই কার্যক্রমে শিক্ষার্থীরা ছয় মাসের জন্য বিনা সুদে ঋণ নিতে পারবেন।

জানা যায়, খুবিতে প্রতি বছর দুবার টার্ম রেজিস্ট্রেশন করতে হয়। অনেক শিক্ষার্থী পারিবারিক অসচ্ছলতার কারণে রেজিস্ট্রেশনের টাকা জোগাড় করতে হিমশিম খায়। এ সমস্যার সমাধানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত দ্বিনি সংগঠন ইক্বলাব ফাউন্ডেশন বিনা সুদে ঋণ প্রদানের উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে ইক্বলাব ফাউন্ডেশনের সদস্য এবং খুবির প্রাক্তন শিক্ষার্থী আফসারুল আলম বলেন, ‘ছোট ভাইয়েরা যখন ফোন দিয়ে তাদের সমস্যা ও পরিবারের অসহায়ত্বের কথা জানায়, তখন তাদের পাশে দাঁড়ানোর অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা গত টার্মে সীমিত পরিসরে কাজ শুরু করেছিলাম, কিন্তু এবার থেকে বৃহৎ পরিসরে কাজ করার চেষ্টা করছি।’

প্রসঙ্গত, ইক্বলাব ফাউন্ডেশন খুবি শিক্ষার্থীদের পরিচালিত একটি দ্বিনি সংগঠন। সংগঠনের সদস্যরা প্রতিদিন এক টাকা করে দান করেন। এই অর্থ বিভিন্ন প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী ছাড়াও বাইরের অনেক অসচ্ছল মানুষদের জন্য সুদমুক্ত ঋণ হিসেবে ব্যবহৃত হয়। সংগঠনটি দ্বিনি প্রোগ্রাম ছাড়াও বিভিন্ন সামাজিকমূলক কাজ করে থাকেন এবং এ পর্যন্ত ৩৭ জনকে সুদ মুক্ত ঋণ প্রদান করেছে।

ট্যাগ: খুবি
কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় আ'লীগ নেতার মৃত্যু
  • ০৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে বন্ধ হতে যাচ্ছে আইপিএলের সম্প্রচার!
  • ০৪ জানুয়ারি ২০২৬
মিডিয়ায় থাকা ফ্যাসিবাদের দোসররা বিপ্লবীদের ভিলেন বানাচ্ছে: …
  • ০৪ জানুয়ারি ২০২৬
ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী মিন্টুর ৫০৭ কোটি টাকার সম্পদ
  • ০৪ জানুয়ারি ২০২৬
যবিপ্রবির বাস চালককে মারধর, থানায় মামলা
  • ০৪ জানুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোট ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে বড় ভাই খুন
  • ০৪ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!