দেড়টার মধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে জবি প্রশাসন না বসলে সচিবালয় অভিমুখে যাত্রা
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৪২ PM , আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:০১ PM

তিন দফা দাবি পূরণে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনশনরত শিক্ষার্থীরা। বেলা দেড়টার মধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে জবি প্রশাসন না বসলে সচিবালয় অভিমুখে যাত্রার কর্মসূচি দিয়েছেন তারা।
আজ সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে অনশনরত শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন।
অনশনরত শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, আমরা এখনও কোনো প্রশাসন থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাইনি। আমাদের অনশন চলমান আছে। যদি দেড়টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মন্ত্রণালয় না বসে, তাহলে তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবেন।
আরো পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
এ সময় অনশনরত শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, এবার আমরা দাবি লিখিতভাবে পূরণ না হলে ফিরব না। আমরা ঠিক দেড়টায় যাত্রা শুরু করব।