জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা

১৩ জানুয়ারি ২০২৫, ১০:০৫ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান অনশনে এ পর্যন্ত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (১২ জানুয়ারি) থেকে এ কর্মসূচি পালন করছেন তারা। এবার অনশনরত শিক্ষার্থীদের সমর্থনে ককমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার(১৩ জানুয়ারি) সকালে ক্যাম্পাসের প্রধান ফটকসহ একাধিক ভবনে তালা লাগিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেছেন। তারা জানান, তাদের ভাই তাদের জন্য অনশন করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। এদিকে প্রশাসন কোনো উপযুক্ত পদক্ষেপ নেয়নি। 

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রশাসন এখনো চিকিৎসা ব্যয় ঠিকভাবে দিচ্ছে না। তাদের চিকিৎসাসহ বিভিন্ন খরচ শিক্ষার্থীদের টাকায় হচ্ছে। এই প্রশাসন সব দিক দিয়ে ব্যর্থ। তারা দাবি পূরন হওয়া পর্যন্ত কর্মসূচি চালয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হতে দেবেন না।

আরো পড়ুন: জবিতে শিক্ষার্থীদের অনশনে ছাত্রদল কর্মী পরিচয় দিয়ে উস্কানির অভিযোগ

অনশনরত শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা অনশন ভাঙবো না। সবার কাছে অনুরোধ, আপনারা যারা অনশন করছেন না- আপনারা ক্লাস-পরীক্ষা বয়কট করুন। আমাদের দাবি পূরণ করেই আমরা বাড়ি যাব।’

এর আগে আজ সকালে মাকসুদ নামের ১৪তম ব্যাচের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সবমিলিয়ে এ পর্যন্ত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে ভর্তি আছেন বলে জানা গেছে।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশে উদ্যোগ নিতে হবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
কারাগার থেকে পালানো ‘হ ত্যা মামলার তিন আসামি’ ফের গ্রেপ্তার
  • ৩০ জানুয়ারি ২০২৬
‘জামায়াতের নয়, এবার ১৮ কোটি মানুষের বিজয় চাই’
  • ৩০ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট দিবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আব…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় আসা শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে গণভোটে ‘হ্যা…
  • ৩০ জানুয়ারি ২০২৬