ইবিকে গুচ্ছভুক্ত রাখার পক্ষে উপাচার্যকে স্মারকলিপি

স্মারকলিপি প্রদান
স্মারকলিপি প্রদান  © টিডিসি ছবি

দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় না গিয়ে গুচ্ছে থেকেই ভর্তি পরীক্ষা গ্রহণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে তারা। 

সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে গুচ্ছে থাকার পক্ষে এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এসময় প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ইবিকে গুচ্ছে রাখার পক্ষে স্বাক্ষর করে। এরপর দুপুর আড়াইটার দিকে উপাচার্যের কার্যালয়ে উপস্থিত হয়ে তার হাতে স্বাক্ষর সংবলিত স্মারকলিপি জমা দেয় তারা। 

শিক্ষার্থীদের দাবি, ইবি গুচ্ছ থেকে বেরিয়ে গেলে শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ হবে। প্রতিটি ইউনিটে আলাদা আলাদা আবেদন করতে বিরাট অঙ্কের টাকা লাগবে যা মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের পক্ষে বহন করা সম্ভব না যেখানে গুচ্ছতে মাত্র ১৫০০ টাকাতেই আবেদন করা যাচ্ছে। 

এছাড়াও, গুচ্ছের মাধ্যমে পরীক্ষা নিলে দেশের সকল প্রান্তের শিক্ষার্থীরা ইবিতে আসবে যা গুচ্ছ থেকে বেরিয়ে গেলে সম্ভব না। একজন শিক্ষার্থী তার বাড়ির কাছের কেন্দ্রে পরীক্ষা দিতে পারে এতে তাদের সময় এবং যাতায়াতের ভোগান্তি কম হয়। গুচ্ছ থেকে ইবি বেরিয়ে গেলে শিক্ষার্থীদের এই ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হবে।

স্মারকলিপি গ্রহণ করে উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ বলেন, গুচ্ছ কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। দেশের স্বার্থে তিনি আমাদের অনুরোধ করেছেন। এছাড়াও আমি গতকাল এ বিষয়ে বিভিন্ন ধাপে সিরিজ আলোচনা করেছি। যারা গুচ্ছের বাইরে যেতে চায় তাদেরও যুক্তি রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় আগে থেকে নিজস্ব পরীক্ষা নিতো, তারাও যায় বের হয়ে যেতে। তবে রাষ্ট্রীয় স্বার্থ আমাদের ভাবতে হবে।

তিনি আরও বলেন, গুচ্ছের আগের যে অসুবিধা গুলো ছিল সেসব সমাধান করবে বলে তারা কথা দিয়েছে। তোমরা যে যুক্তি গুলো দিয়েছো সেটা রাষ্ট্রেরও যুক্তি। গুচ্ছ থেকে আলাদা হয়ে গেলে সব বিশ্ববিদ্যালয় আলাদা পরীক্ষা নিলে টাইম ম্যানেজমেন্টে একটা অসুবিধা হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করবো গুচ্ছের যে ত্রুটিগুলো ছিল সেগুলো যেন সমাধান করা যায়।

এদিকে, গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার দাবিতেও বিভিন্ন সময় আন্দোলন করেছে ইবি শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য শিক্ষার্থীরা গুচ্ছ থেকে বেরিয়ে শতাংশ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে। 

সর্বশেষ গত পরশুদিন গুচ্ছ থেকে বের হওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীদের একাংশ। গতকাল বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে আলোচনা করেও গুচ্ছে থাকা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence