স্বতন্ত্র কাঠামোতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি সাত কলেজ শিক্ষার্থীদের 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুখপাত্র আব্দুর রহমান
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুখপাত্র আব্দুর রহমান  © টিডিসি ফটো

সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জারি করে তার অধীনে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি করেছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা অর্ধেকের বেশি কমানো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন করে ভর্তি পরীক্ষার আয়োজন করা হলে রাজপথে আন্দোলনের ঘোঘণা দেন তারা।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজ শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রুপান্তরের আন্দোলনের মুখপাত্র আব্দুর রহমান। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে ৫ দফা দাবি তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনার অবসান ঘটতে যাচ্ছে। আমরা দীর্ঘদিন থেকে ঢাবি অধিভুক্তি বাতিল করে সাত কলেজের সমন্বয়ে যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিলাম, সরকার আমাদের সে দাবি আমলে নিয়ে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে।

মুখপাত্র আব্দুর রহমান আরও বলেন, সরকার সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ এবং কলেজগুলোর জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। সাত কলেজের জন্য গঠিত বিশেষজ্ঞ এই কমিটিকে আমরা শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছি এবং সাত কলেজের এ সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ১৩ সদস্যের কমিটি ৬ সপ্তাহ সময় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিল। যে প্রতিবেদনটি নবগঠিত বিশেষজ্ঞ কমিটিকে দেওয়ার কথা রয়েছে। 

আরও পড়ুন: এপ্রিলের আগেই আসছে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের রূপরেখা

পাশাপাশি এটাও স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছি এই বছর অর্থাৎ ২০২৪-২৫ সেশনের সাত কলেজের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় নেওয়া যাবে না। এটা সাত কলেজের শিক্ষার্থীরা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় নতুন সেশনের ভর্তি পরীক্ষা মেনে নিবে না। তবে অত্যন্ত পরিতাপের বিষয় এই যে,আমরা সংবাদ সম্মেলন করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তড়িঘড়ি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় আবার সাত কলেজে শিক্ষার্থী ভর্তির জন্য ভর্তি ফরম প্রকাশ করতে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

নতুন করে আন্দোলনের হুশিয়ারি দিয়ে তিনি বলেন, সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা ছাড়া সাত কলেজের শিক্ষার্থীরা নতুন কোনো সেশনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় ভর্তি পরীক্ষা নিতে দিবে না। এখন যে বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়েছে, এ কমিটির সদিচ্ছা থাকলে আগামী এক মাসের মধ্যে একটি নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা জাতির সামনে তুলে ধরা এবং ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা সম্ভব।আর যদি এর পরেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষা নেওয়ার নতুন পাঁয়তারা করে, কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা আবার পড়ার টেবিল ছেড়ে রাজপথে নেবে আসতে বাধ্য হবো।

পাঁচ দফা দাবি সমূহ হল:
১। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট করে জানাতে হবে যে, ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় আর কোনো ভর্তি পরীক্ষা হবে না।

২। সাত কলেজ নিয়ে রাষ্ট্র যে স্বতন্ত্র স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তর বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে উক্ত কমিটি ও সাত কলেজের প্রিন্সিপালসহ সাত কলেজের শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে নতুন সেশন অর্থাৎ ২০২৪-২৫ সেশনের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩। বিশ্ববিদ্যালয় জন্য যে কমিটির গঠন করা হয়েছে তার মাধ্যমে নতুন সেশনে, নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে ভর্তি করা এবং বর্তমান কাঠামো সচল রাখতে ঢাবি প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে হবে যাতে, শিক্ষার্থীদের সেশনজটের ভোগান্তি না হয় ।

৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষক আমাদের ক্লাস নেয়নি কোনও দিন। তারপরও কিভাবে আমাদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে আমরা বোধগম্য নই। বিগত সময়ে আমরা দেখেছি সাতকলেজের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করে এবং বিরূপ মন্তব্য করে। আমাদের উত্তরপত্র যেনো আমাদের সাত কলেজের শিক্ষকদের মাধ্যমেই মূল্যায়ন করা হয় তার জোড় দাবি জানাচ্ছি।

৫। মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি ২০২৪-২৫ সেশনে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা অর্ধেক বা আরও কমিয়ে আনার লক্ষ্যে কলেজ গুলোর অধ্যক্ষ মহোদয়গণের মতামত নিবে। বিভাগ ভিত্তিক অবকাঠামো বিবেচনা করে নতুন সেশনের শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

এর আগে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের মুখে ঢাবি অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষা ও প্রশাসনিক সমস্যা নিরসনে গত ২৪শে অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (কলেজ) সভাপতি করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

গত ৩০ ডিসেম্বর ১৩ সদস্যের উক্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়ন করা হবে। এজন্য চার সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে এ কমিটির প্রধান করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজিমউদ্দিন খান। গঠিত এ কমিটি আগামী চারমাসের মধ্যে নির্ধারিত কাজ শেষ করবে বলে জানানো হয়েছে। এসব তথ্য জানিয়ে সংশ্লিষ্টদের কছে চিঠি পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence