ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত 

বিজয় দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বিজয় দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা  © টিডিসি

জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ওড়ানো, আনন্দ শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। 

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০ টার দিকে প্রশাসন ভবন চত্বরে বিএনসিসি কর্তৃক প্রদত্ত গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। একই সময়ে অনুরূপভাবে হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য মুক্ত বাংলার পাদদেশে সমবেত হয়। পরবর্তীতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তবাংলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম একাকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন: গুচ্ছ নয়, নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার দাবিতে ইবিতে মানববন্ধন, ভিসিকে স্মারকলিপি

পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল, জিয়া পরিষদ, ইউট্যাব, সাদা দল, ইবি শিক্ষক সমিতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি কর্মকর্তা ফোরাম, শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, সাধারণ কর্মকর্তাবৃন্দ, টেকনিক্যাল কর্মচারীরা, হল ও বিভাগগুলো, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে ‘মুক্তবাংলা’য় পুষ্পস্তবক অর্পণ করেন। 

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শহিদ জিয়াউর রহমান স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে শিক্ষক-কর্মকর্তা, সহায়ক কর্মচারী-সাধারণ কর্মচারী, সহায়ক টেকনিক্যাল কর্মচারী, সাধারণ কর্মচারী এবং আবাসিক হলগুলোর মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজয় দিবস উপলক্ষে ১৫ ও ১৬ ডিসেম্বর দুই দিন বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, প্রশাসন ভবন, মুক্ত বাংলা, ডায়না চত্বর, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তর ও ভিসি বাংলো আলোকসজ্জিত করা হয়।


সর্বশেষ সংবাদ