বেরোবির সাংবাদিকতা বিভাগে ‘ফ্যাক্ট-চেকিং অ্যান্ড ডিজিটাল হাইজিন’ কর্মশালা

বেরোবিতে ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
বেরোবিতে ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে  © টিডিসি ফটো

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংবাদমাধ্যম উন্নয়ন সংস্থা মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এবং ইন্টারনিউজের উদ্যোগে এবং ইউএসএইডের সহযোগিতায় এ কর্মশালা আয়োজিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. মো. সাইফুল আলম চৌধুরী এবং মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন, সাংবাদিকতা বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। 

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর শওকাত আলী বলেন, 'সাংবাদিকতা একটি মাল্টিডিসিপ্লিনারি বিভাগ। অন্যান্য বিভাগ থেকে এখানে পড়াশোনার ধরনও আলাদা। এই বিভাগে পড়াশোনার পাশাপাশি বাস্তব জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য হাতে-কলমে শিক্ষা নেওয়াটা জরুরি। এক্ষেত্রে এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের জন্য অনেক কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। 

তিনি আরও বলেন, 'বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগকে যুগোপযোগী করে তুলতে ল্যাব প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হবে। আমি আশা করি এই বিভাগের শিক্ষার্থীরা তাদের কর্মের মাধ্যমে বিভাগ ও বিশ্ববিদ্যালয়কে দেশবিদেশে পজিটিভভাবে উপস্থাপন করবে।' 

বেরোবির সাংবাদিকতা বিভাগে এমন আয়োজনের জন্য এমআরডিআই-কে ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য। এ ছাড়াও বিভাগের নানা সমস্যা কাটিয়ে উঠার জন্য সহযোগিতার আশ্বাস দেন অধ্যাপক শওকাত আলী।

এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, 'এমআরডিআই যেহেতু সংবাদমাধ্যমের উন্নয়নে কাজ করে তাই এর অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উন্নয়নে বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি। ফ্যাক্ট-চেকিং বিষয়ে সাংবাদিকতা বিভাগে ল্যাব প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দেন তিনি।'

বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান বলেন, 'শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সাংবাদিকতা বিভাগ ক্লাসের পড়াশুনার পাশাপাশি এমন কর্মশালা বেশি বেশি আয়োজন করতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. মো. সাইফুল আলম চৌধুরী এবং মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন, সাংবাদিকতা বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence