ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম মেধাতালিকা প্রকাশ

২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ৫ম মেধা তালিকা, বিশেষ কোটা ও মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় ৫ম মেধা তালিকা, বিশেষ কোটা ও মাইগ্রেশন প্রাপ্ত বিভাগে প্রাথমিক ভর্তি নিশ্চায়নকারী শিক্ষার্থীদের আগামী ২৫ নভেম্বর ও ২৬ নভেম্বর অফিস চলা সময়ের মধ্যে স্ব স্ব বিভাগে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, ইতঃপূর্বে কোন বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করে থাকলে এবং ৫ম পর্যায়ে জিএসটি এর অন্য কোন বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলে পরবর্তী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। তবে মূল কাগজপত্র এখন স্থানান্তরের প্রয়োজন নেই। সেক্ষেত্রে পূর্বে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি বাবদ প্রদেয় অর্থ ফেরত প্রদানের বিষয়ে জিএসটি এর সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে যদি মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা থাকে তাহলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ইউনিট সমন্বয়কারীর স্বাক্ষরিত মূল একনলেজমেন্ট স্লিপ প্রদর্শন করতে হবে। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যদি কোন শিক্ষার্থীর দাখিলকৃত অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও সনদপত্র (যে কোন ধরনের সনদপত্র) ইত্যাদি অসত্য বলে প্রমাণিত হয় তবে এই বিশ্ববিদ্যালয় হতে তার ভর্তি বাতিল করা হবে।

তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
৩৫ লাখের মধ্যে ১৭ লাখ শিশুর জন্মই অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে কম্পিউটার সায়েন্স কোর্সে খণ্ডকালীন শিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল
  • ২৯ জানুয়ারি ২০২৬