নজরুল বিশ্ববিদ্যালয়ে সিএসই ফেস্টে পুরস্কার পেলেন শিক্ষক-শিক্ষার্থীরা

২২ নভেম্বর ২০২৪, ১২:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নজরুল বিশ্ববিদ্যালয়ে সিএসই ফেস্টে বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয়ে সিএসই ফেস্টে বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী ‘সিএসই ফেস্ট-২০২৪’। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজনটির সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে। 

এর মধ্যে ছিলো প্রোগ্রামিং কনটেস্ট, সাইবার সিকিউরিটি কনটেস্ট, ব্লকচেইন সেমিনার, ক্রিকেট টুর্নামেন্ট, ইনডোর ও কম্পিউটার গেমস, মোবাইল গেমস এবং বিতর্ক প্রতিযোগিতা। প্রোগ্রামিং কনটেস্ট আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করে বিভাগের মিড-ডে প্রোগ্রামিং ক্লাব। কনটেস্টে প্রবলেম সেটার হিসেবে ছিলেন শিক্ষার্থী নাবীল আহসান ও তামজীদ হোসেন।

সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শেখ সুজন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশে ভূমিকা রাখছে এ ধরনের আয়োজন। 

তিনি বলেন, বাংলাদেশের প্রকৌশল খাতে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেভাবে সাফল্য অর্জন করেছে, আমাদের সিএসই বিভাগও দায়িত্বশীল কাজের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করবে বলে প্রত্যাশা করি।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, সিএসই ফেস্ট একটি চমৎকার উদ্যোগ। যেখানে পঠন-পাঠনের সঙ্গে সঙ্গে বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য যারা একযোগে কঠোর পরিশ্রম করেছেন, সবাইকে শুভেচ্ছা জানাই।

আরো পড়ুন: সরকারি-বেসরকারি স্কুলে দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ

সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান ড. শেখ সুজন আলী বলেন, শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি দক্ষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। একটি বিভাগের শিক্ষার পরিবেশ সুষ্ঠু হতে হলে সেখানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো থাকাটা অনেক জরুরি। সিএসই ফেস্ট বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়নের একটি মাধ্যম হিসেবে কাজ করে। পাশাপাশি শিক্ষার্থীরা একাডেমিক ও সহ-শিক্ষামূলক বিভিন্ন প্রতিযোগিতায় আনন্দের সাথে অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করতে পারে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এএইচএম কামাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

৬০০ টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের
  • ১২ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখতেন দুই জেলায়
  • ১২ জানুয়ারি ২০২৬
জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9