ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ ইডেনের অধ্যাপক জাহানারা 

অধ্যাপক জাহানারা বেগম
অধ্যাপক জাহানারা বেগম  © টিডিসি ফটো

প্রায় তিন মাস পরে ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন ইডেন কলেজের অধ্যাপক জাহানারা বেগম। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৩ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন উল্লেখ করে আবশ্যিকভাবে তার পিডিএস-এ লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত ঢাকা কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক জাহানারা বেগম ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার হাতে সময় খুবই কম। বর্তমানে কলেজ কি অবস্থায় চলছে সেগুলো বিবেচনা করে আমি পরিকল্পনা অনুযায়ী কাজ করবো। বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ, শিক্ষার্থীদের সমস্যাগুলো যেগুলোর সমাধান করা খুবই দরকার সেগুলো করতে চাই। স্বল্প সময়ের মধ্যে শেষ করা যাবে এমন কাজ সম্পন্ন করে দেয়ার চেষ্টা থাকবে। 

জানা গেছে,অধ্যাপক জাহানারা বেগমের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ কর্ম কমিশনের শিক্ষা ক্যাডারে যোগদান করেন। ২০১৮ সাল থেকে ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। 


উল্লেখ্য, শিক্ষার্থীদের তোপের মুখে চলতি বছরের ১২ আগস্ট অন্যত্র বদলি অথবা পদায়নের আবেদন করেন ঢাকা কলেজের সাবেক উপাধ্যক্ষ এটিএম মইনুল ইসলাম।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence