ইবির ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ইবির ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
ইবির ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত  © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ ও বিদায়ী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে প্রবীণ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় নবীন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিভাগে বরণ এবং এমবিএ ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগের সভাপতি ড. মো. গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষার্থী নাজমুল হুসাইন ও জাকিয়া পারভিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন।

এছাড়াও ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান শেখ, ড. মো. আলীনূর রহমান, ড. মো. রুহুল আমিন, ড. মো. সাইফুল ইসলাম, ড. মো. মাহবুবুল আরফিন, ড. মোঃ এএসএম শরফরাজ নওয়াজ, ড. মুর্শিদ আলম, সহযোগী অধ্যাপক কে এম শরফুদ্দিন ও এম এম নাসিমুজ্জামানসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: ১০৩ আসন ফাঁকা রেখে ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদায়ী শিক্ষার্থীরা বলেন, ‘আচরণগত হোক কিংবা দক্ষতাভিত্তিক হোক, এমন যোগ্যতা অর্জন করবে যাতে মানুষ বলতে বাধ্য হবে যে তুমি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। আমাদের অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি যে তোমরা এই বিভাগে এসে হতাশ হবে না। আমাদের বিভাগের শিক্ষকরা যথেষ্ট শিক্ষার্থীবান্ধব। বিভাগের পড়াশোনা পাশাপাশি এক্সট্রা কারিকুলামে মনোযোগ দিবে, নেটওয়ার্কিং তৈরি করতে হবে। এ ছাড়া বিভিন্ন সফট স্কিল আয়ত্তে নিয়ে আসবা তাহলে তোমরা দেশে বিদেশে অন্যদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘দেশে বিদেশে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের বিচরণ রয়েছে। যারা ম্যানেজমেন্ট বিভাগকে চয়েজ করছো, তোমরা ভুল করোনি। সঠিক সাবজেক্ট ই সিলেক্ট করেছো। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন ও স্বাগত। তোমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেই আবদ্ধ ছিলে। এখন বিশ্ববিদ্যালয়ে এসেছো। তোমরা গবেষণা করবে, মুক্তজ্ঞান চর্চা করবে ও পড়াশোনার প্রতিযোগিতা করবে। বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমই পবিত্র জায়গা। বিশ্ববিদ্যালয় জীবনে তোমরা যতো কিছুই করো না কেন ক্লাসরুমে মনোযোগ দিতে হবে।’

আরও পড়ুন: কোটা আন্দোলনে আটক ইবির ১৮ শিক্ষার্থীকে ছাড়িয়ে আনলেন শিক্ষকরা 

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘তোমরা চলে যাচ্ছো মানে এই না যে একেবারে বিদায় নিচ্ছো। এই বিশ্ববিদ্যালয় তোমাদের হৃদয়ে গ্রোথিত থাকবে, তোমরা চাইলেও এই সবুজ ক্যাম্পাস ভুলতে পারবে না। এই বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান দিয়ে তোমরা জাতির কল্যাণের জন্য কাজ করবে। সৎ থাকবে, কঠোর পরিশ্রম করবে। সততা, সত্যবাদিতা সব সময় যেন তোমাদের মধ্যে থাকে। সৎ না থাকলে তোমরা এদেশের কল্যাণ করতে পারবে না।  সৎ এবং নৈতিকতার সহিত যেখানেই কাজ করো না কেন, সেটাই বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবে। তোমাদের কর্মের মধ্যে দিয়েই ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence