দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন সাত কলেজ শিক্ষার্থীদের
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৩:২৯ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ PM
স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে এখনও অনড় অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার (৪ নভেম্বর) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো সকল ক্যাম্পাসে ক্লাস–পরীক্ষা বর্জনসহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিন সকালে ঢাকা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এসময় অধিভুক্তি বাতিল করে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য সরকারের কাছে কমিশন গঠনের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
সরেজমিনে ঢাকা কলেজের বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায়, বিগত দিনের মতো ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নেই। শিক্ষক কর্মচারীরা অফিসকক্ষে বসে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের একাধিক শিক্ষক-শিক্ষিকা সাত কলেজ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের রূপান্তর আন্দোলনের বিষয়ে মন্তব্য করেন।
তারা বলেন, ঢাবি অধিভুক্তি থেকে সাত কলেজের জন্য আলাদা রেজিস্ট্রার ভবন নির্মাণ করা, সাত কলেজের জন্য সেখানে বিসিএস কর্মকর্তাদের সমন্বয়ে আলাদা প্রো-ভিসি নিয়োগ দেওয়া, আলাদা রেজিস্টার, পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিতে হবে। নতুন সেই রেজিস্ট্রার ভবনে সাত কলেজের প্রতিটি ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ডেস্ক রাখতে হবে। সেখানে শুধু সাত কলেজ নিয়ে কাজ করা হবে।
প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা ক্লাস নিবে, প্রশ্ন করবে, পরীক্ষার খাতা মূল্যায়ন করবে। এই প্রক্রিয়া অনুসরণ করে সাত কলেজ সমস্যার সমাধান সম্ভব বলে মত দেন শিক্ষকবৃন্দ। আন্দোলন প্রত্যাহার করে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের আলোচনায় বসে সম্মিলিতভাবে শিক্ষা মন্ত্রণালয়ের সমাধানের আহ্বান জানান তারা।
আরও পড়ুন: সাত কলেজের বিষয়ে সমাধান দেখতে পাবো: প্রেস সচিব
দ্বিতীয় দিনের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি বিষয়ে সাত কলেজ আন্দোলনের ঢাকা কলেজ প্রতিনিধি আব্দুর রহমান বলেন, আমাদের কর্মসূচি শতভাগ সফল। আন্দোলনে সাত কলেজের সকল শিক্ষার্থীদের মৌন সমর্থন আছে। সবাই ক্লাস পরীক্ষা বর্জন করেছে। মাস্টার্সের শিক্ষার্থীরা ইনকোর্স পরীক্ষা বাতিল করে মিছিল করেছে। এ আন্দোলন একটি সামষ্টিক আন্দোলন। বর্তমান এ আন্দোলন যেভাবে দানা বেঁধেছে যেকোনো সময় ঢাকা শহর ছড়িয়ে পড়তে সময় লাগবেনা। আমরা সাত কলেজ সমস্যার সুষ্ঠু সমাধান চাই।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য ঢাকা কলেজ প্রশাসন সাত সদস্যের কমিটি গঠন করেছে। শিক্ষার্থীদের সাথে আলোচনার বিষয়ে জানতে চাইলে এ কমিটির প্রধান ঢাকা কলেজ অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পারভীন সুলতানা হায়দার মন্তব্য করতে রাজি হয়নি। তবে আগামীকাল আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধির সাথে আবারও আলোচনায় বসবেন বলে জানান তিনি।
এছাড়াও ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, বাঙলা কলেজ, কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজগুলোতে ক্লাস পরীক্ষা বর্জন করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গতকাল থেকে একই দাবিতে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এদিকে আজ বেলা ১১ টায় সাত কলেজকে ঢাবি অধিভুক্তি বাতিলের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।