র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স: জবি প্রক্টর 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি)   © সংগৃহীত

র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। 

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে ফেসবুকে এক পোস্টে  র‍্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স  ঘোষণা করেন তিনি। পোস্টে বলা হয়, র‍্যাগিং নবাগত শিক্ষার্থীর ব্যক্তিত্বে আঘাত। নিরাপদ পরিবার ছেড়ে আসা মাত্রই অতৃপ্তিকর পরিস্থিতি জ্ঞানচর্চার শুভযাত্রাকে বেদনাহত করে। এ নির্মমতা রুখতে জিরো টলারেন্স।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, বিশ্ববিদ্যালয় দিবসের দিন সব শিক্ষক প্রক্টরিয়াল বডির ভূমিকা পালন করবেন। প্রক্টর অফিসে যেকোনো অভিযোগ এলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

উল্লেখ্য আগামী ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এছাড়াও ওইদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আয়োজন রয়েছে।


সর্বশেষ সংবাদ