১১ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী কলেজ
- রাজশাহী কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৪:১৪ PM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০৪:২৫ PM
দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মীপূজা উপলক্ষে ৮ দিনের ছুটি ঘোষণা করেছে রাজশাহী কলেজ। মঙ্গলবার (৮ অক্টোবর) রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মু. যহুর আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা (বিজয়া দশমী ১৩ অক্টোবর), ফাতেহা-ই-ইয়াজদাহম (১৫ অক্টোবর), লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা (১৬ অক্টোবর) উপলক্ষে ৯ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত কলেজের ক্লাস বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি ছুটির দিন ব্যতীত কলেজ অফিস ও বিভাগগুলো খোলা থাকবে এবং দাপ্তরিক কাজ ও পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি চলবে।
আর পড়ুন: শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলেন সদ্য পদায়নকৃত রাজশাহী কলেজ অধ্যক্ষ
এদিকে ১৮ ও ১৯ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় ছুটি আরও দুই দিন বৃদ্ধি পাবে। সব মিলিয়ে মোট ১১ দিন ছুটি পাবে সাধারণ শিক্ষার্থীরা। ছুটি শেষে ২০ অক্টোবর থেকে আবারও যথারীতি ক্লাস শুরু হবে।