ইবিতে আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকীতে মৌনমিছিল

আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মৌনমিছিল করা হয়।
আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মৌনমিছিল করা হয়।  © টিডিসি

ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মৌনমিছিল ও স্মরণসভার আয়োজন করা হয়।

সোমবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় শাখা ছাত্রদলের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মৌনমিছিল ও স্মরণসভার আয়োজন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ ও সদস্যসচিব মাসুদ রুমি মিথুনসহ সংগঠনটির অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আর পড়ুন: জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের ফলপ্রত্যাশীদের সঙ্গে আলোচনায় বসেছে পিএসসি

সাহেদ আহম্মেদ বলেন, আবরার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। তিনি আমাদের চেতনার বাতিঘর। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সামান্য ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা।

এ সময় তিনি শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরসহ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান।


সর্বশেষ সংবাদ