সকল অপকর্মের তদন্ত প্রতিবেদন সরকারের কাছে পৌঁছে দেব: পবিপ্রবি উপাচার্য 

পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম নতুন কর্মস্থলে যোগ দিলেন
পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম নতুন কর্মস্থলে যোগ দিলেন  © টিডিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য হিসেবে যোগ দিয়ে অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, এ বিশ্ববিদ্যালয়ের সকল অপকর্মের নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন আমরা সরকারের কাছে পৌঁছে দেব। এজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম নতুন কর্মস্থলে যোগ দিয়ে বলেন, সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে বিশ্ববিদ্যালয়টিকে একটি পূর্ণাঙ্গ মানসম্মত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করা হবে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

ড. কাজী রফিকুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (ময়মনসিংহ) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ছিলেন। এদিকে নতুন এই উপাচার্যের সঙ্গে বেলা সাড়ে ১১টায় মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ। 

প্রসঙ্গত, এর আগে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। 


সর্বশেষ সংবাদ