শাবিপ্রবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক এছাক মিয়া

অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া
অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া  © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া।

বুধবার (২৫ সেপ্টেম্বর) এক অফিস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির। 

অফিস বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার-কে তার আবেদনের প্রেক্ষিতে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে ০৮ আগস্ট ২০২৪ তারিখ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসাথে গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষিকাকে ক্লাস-পরীক্ষা থেকে বিরত থাকার নির্দেশ

দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

উচ্চশিক্ষা থেকে আরও পড়ুন...


সর্বশেষ সংবাদ