৬৭ দিন পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর ঢাকা কলেজ ছাত্রাবাস

২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM

© সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সরকারি এক আদেশে ঢাকা কলেজের আবাসিক ছাত্রাবাসসমূহ বন্ধ ঘোষণার ৬৭ দিন পরে খুলে দেওয়া হয়েছে। দীর্ঘ ১৬ বছর পরে কলেজ প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থী অনুপাতে ছাত্রাবাসের স্বল্পসংখ্যক সিটে মেধা ও আর্থিক দিক বিবেচনা করে বিভাগ কর্তৃক বৈধ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। তবে কিছু বিভাগে বিশেষ কিছু গোষ্ঠীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন একদল শিক্ষার্থী।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস ছাত্রাবাসের সিটে বরাদ্দকৃত শিক্ষার্থীদের হল খুলে দেওয়া ও সিট বণ্টনের উদ্বোধন করেন। এসময় কলেজ ছাত্রাবাসের বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধানগণ ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

এসময় ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হত্যার ঘটনা ঘটেছে। এটা আমাদের কোনোভাবেই কাম্য নয়। কোনো হত্যাকাণ্ড, কোনো অনিয়ম আমরা চাই না। ২৪ এর বিজয়ের যে অর্জন সেটা কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা চাই শৃঙ্খলা। কোনো সমস্যা হলে আমরা নিয়মতান্ত্রিকভাবে ধাপে ধাপে সমস্যা সমাধান করবো। শিক্ষার্থীদের কাছে আমার একটাই প্রত্যাশা তারা যেন সুশৃঙ্খল থাকে।

কলেজ প্রশাসনের সহায়তায় বৈধ শিক্ষার্থীদের ছাত্রাবাসের উঠানোর বিষয়ে ঢাকা কলেজ শিক্ষার্থী রায়হান মাহমুদ বলেন, ছাত্রজনতার রক্তের আত্মত্যাগের মাধ্যমে আমরা গণরুমমুক্ত গেস্টরুমমুক্ত ঢাকা কলেজ হল পেয়েছি। কোনভাবেই বর্তমানের কেউ যেন আমাদের সুষ্ঠু সুন্দর হলের পরিবেশকে কোন গোষ্ঠী ছিনিয়ে নিতে না পারে এর জন্য  আমরা আবার যুদ্ধ করতে প্রস্তুত। আমার চাওয়া বৈধ শিক্ষার্থীরা হলে থাকবে ছাত্রত্ব শেষ হলে হল ছেড়ে দিয়ে নিজের মনুষ্যত্বের পরিচয় দিবে।

জামায়াত-এনসিপির কেউই ছাড়ছে না, কী হবে আসনটির?
  • ২০ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবিতে সিগারেটসহ সকল ধরনের নেশা জাতীয় দ্রব্য বিক্রি নি…
  • ২০ জানুয়ারি ২০২৬
লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কী?
  • ২০ জানুয়ারি ২০২৬
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বিষয় পছন্দক্রম পূর…
  • ২০ জানুয়ারি ২০২৬
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বাড়িতে ‘অবরুদ্ধ’ জামায়াত প্রার্…
  • ২০ জানুয়ারি ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের রিটের শুনানি আগামীকাল
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9