আবু সাঈদকে নিয়ে কটূক্তি, স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল হাই সাফির বিরুদ্ধে পোস্টার
স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল হাই সাফির বিরুদ্ধে পোস্টার  © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছে আব্দুল হাই সাফি নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীরা তাঁর বিচার চেয়ে আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি রংপুরের জয়পুরহাট উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভানুরকান্দা গ্রামের আক্কেলপুরে ঘটেছে।

অভিযোগপত্র থেকে জানা গেছে, আব্দুল হাই গোপীনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। গত বুধবার রাতে ভানুরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে আবু সাঈদকে নিয়ে কটূক্তি করতে থাকেন। এ সময় সেখানে সামিউল বাছির নামে একজন তাদের কটূক্তি করতে নিষেধ করেন। এতে উভয়ের মধ্যে তর্ক হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন ছাত্র তাঁকে ডেকে বিষয়টি জানতে চাইলে তাদেরও হুমকি দেন সাফি।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক গ্রামে গিয়ে আবু সাঈদকে কটূক্তির বিষয়ে প্রতিবাদ জানান। এর বিচার চেয়ে ছাত্ররা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর থেকে তিনি গা-ঢাকা দিয়েছেন বলে জানান গ্রামের বাসিন্দারা।

রাহাদ হোসেন নামে এক ছাত্র বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল হাই সাফি চা স্টলে বসে আবু সাঈদকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করেছে। এ কথা শুনে ছাত্ররা প্রতিবাদ করতে গেলে উল্টো হুমকি দেয়। এর সুষ্ঠু বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তারা। আর নিশাত হোসেন নামে দোকানির ভাষ্য, তাঁর দোকানে তারা প্রায়ই বসত। তারা আবু সাঈদকে নিয়ে কটূক্তি করার পর একজন প্রতিবাদ করলে সাফি চলে যায়।

আরো পড়ুন: ফিল্মি স্টাইলে ছাত্রদের উপর গুলি করা ছাত্রলীগ নেতাদের পরিচয় শনাক্ত

বিষয়টি নিয়ে কথা বলতে আব্দুল হাই সাফির বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী লাবনী খাতুন বলেন, ‘আমার স্বামী আবু সাঈদকে নিয়ে কটূক্তি করেনি। শত্রুতামূলকভাবে আমার স্বামীর বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ করেছে। তারা আমার স্বামীর বিরুদ্ধে গুজব রটাচ্ছে।’

স্বেচ্ছাসেবক লীগ নেতা সাফি আন্দোলনে নিহত আবু সাঈদকে ‘রাজাকার’ আখ্যায়িত করেছে দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহফুজ আহমেদ বলেন, ইউএনওকে মৌখিকভাবে জানালে তাঁর নির্দেশনা অনুযায়ী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। শহীদের অবমাননা হতে দেওয়া হবে না। এর সুষ্ঠু বিচার চান তারা।

জানতে চাইলে ইউএনও মনজুরুল আলমের বলেন, শুক্রবার দুপুরে আবু সাঈদকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা কটূক্তি করেছে বলে ছাত্ররা অভিযোগ নিয়ে আসে। তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence