উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের আমরণ অমশন
শিক্ষার্থীদের আমরণ অমশন  © টিডিসি ফটো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শাহ আজমের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনকে তালাবদ্ধ করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ভিসির পদত্যাগ পর্যন্ত আমরণ অমশনে বসেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থী ম্যানেজমেন্ট বিভাগের মেহেদি হাসাব মৃদুল জানান, ‘আওয়ামী মতাদর্শের এই ভিসির কারনে অনেকে তার মতাদর্শে আসতে পারে। যেখান থেকে তিনি ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। তাই আমরা চাই এই ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনতে চায় এমন কেউ যেনো বিশ্ববিদ্যালয়ে প্রধানের দায়িত্বে না থাকে।’

এসময় আমরন অনশনে বসা সমাজবিজ্ঞান ৪র্থ বর্ষের শিক্ষার্থী হাবিব বলেন, ‘১৭ তারিখ থেকে আমরা ১ দফা দাবি করছি। সে ফ্যাসিস্ট হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি শিক্ষার্থীদের পক্ষ নিয়ে কোন বিবৃতি দেননি। এছাড়াও প্রহসনমূলক নির্বাচনে তিনি মতবিনিময় সভা করে আওয়ামীলীগের জন্য ভোট চেয়েছিলেন। তিনি এখানে থাকলে আ.লীগের এজেন্ডা বাস্তবায়নেই কাজ করবেন।’

এসময় আন্দোলনকারীদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যগণ এবং ট্রেজারার ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফিরোজ আহমেদ কথা বলেন এবং তাদের দাবির বিষয়ে তাদের সাথে কথা বলেন।


সর্বশেষ সংবাদ