পুনর্গঠন হচ্ছে জবির কাউন্সিলিং কমিটি, আহ্বায়ক অধ্যাপক ফারজানা

২৫ মে ২০২৪, ০৮:৫২ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আট সদস্যবিশিষ্ট কাউন্সিলিং কমিটি পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে বিষয়টি জানা যায়। এর আগে ২১ মে একটি অফিস আদেশ জারি করা হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা আহমেদকে এবং সদস্য সচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আফরোজা বেগমকে। এই কমিটি শিক্ষার্থীদের কাউন্সিলিং এবং মানসিক স্বাস্থ্যসেবার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সেগুলো বাস্তবায়নে কাজ করবেন।

কাউন্সিলিং কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাওলী মাহবুব, রসায়ন বিভাগের অধ্যাপক ড. শামছুন নাহার, ছাত্রকল্যাণ পরিচালক ড. জি. এম. আল-আমীন, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. নূরনবী নিরব, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মিফতাহুল বারী এবং মেডিকেল সেন্টারের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম।

নতুন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফারজানা আহমেদ বলেন, প্রাথমিকভাবে তিনটি বিষয়ে আমরা কাজ করব। কাউন্সিলিং কি, কেন দরকার এবং এর সুবিধা সম্পর্কে জানানোর চেষ্টা করব শিক্ষার্থীদের। কাউন্সিলিং সেন্টারে লোকবল বাড়ানোর প্রচেষ্টা থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের আত্মসচেতন করার জন্য বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনার আয়োজন করব। যেন তারা নিজেদের বিষয়ে সচেতন থাকেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা শারীরিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকলেও মানসিক স্বাস্থ্য সম্পর্কে একবারেই সচেতন না। সে দিকে লক্ষ্য রেখে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করব, যাতে তারা একটি সুন্দর ও প্রশান্তিময় জীবন-যাপন করতে পারে।

উল্লেখ্য, ‘সুস্থ মন সুস্থ জীবন, গড়ে তুলি সুন্দর ভুবন’ স্লোগানকে সামনে রেখে ২০২২ সালের জানুয়ারিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কাউন্সিলিং সেন্টার উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় সেন্টারটি উদ্বোধন করেন প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। নানাবিধ সংকটের মধ্যেও প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে কাউন্সিলিং সেবা প্রদান করা হয় এই সেন্টার থেকে।

 
ফের বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে ভ্রমণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে ঢাবিতে হামলা, ৪০৩ ছাত্রলীগের নেতাকর্মীর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কোচিং সেন্টারে উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটির মাসিক চাঁ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত পাকিস্তানের, নেপথ্যে কী?
  • ৩১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ ১৫ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘তিনি মসজিদের প্রতিষ্ঠাতা, আমি খতিব’— তারেক রহমানকে উপহার দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬