চবিতে আয়োজিত হচ্ছে সবচেয়ে বড় ক্যারিয়ার ফেস্ট

২৩ মে ২০২৪, ০৫:৫৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৫ PM
প্রেস রিলিজ করছেন চবি সাংবাদিক সমিতি

প্রেস রিলিজ করছেন চবি সাংবাদিক সমিতি © জনসংযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত হতে যাচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় ক্যারিয়ার উৎসব কীরণ ও মাস্টারকার্ড প্রেজেন্ট চট্টগ্রাম ক্যারিয়ার ফেস্ট ২০২৪। ইয়ুথ ডেভেলফমেন্ট ফার্ম এক্সিলেন্স বাংলাদেশ ও মার্কেটিং সোসাইটি ফর লিডারশিপ প্রোলিফারেশনের (এমএসএলপি)যৌথ উদ্যোগে ২৫ মে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আয়োজিত হবে এই  ফেস্ট। 

বৃহস্পতিবার (২৩ মে) চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এক্সিলেন্স বাংলাদেশের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মাহবুব এ রহমান এবং এমএসএলপি'র সাধারণ সম্পাদক রাফি মিনহাজ। 

এতে চবিসহ চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত প্রায় ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজন উদ্বোধন করবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরি ও (অ্যাকাডেমিক) অধ্যাপক বেণু কুমার দে।

দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সিইও, প্রতিষ্ঠাতাসহ আলোচক হিসেবে থাকবেন ২২ জন অতিথি।

আমন্ত্রিত অতিথিরা হচ্ছেন এসিআই লজিস্টিক লিমিটেড (স্বপ্ন) ম্যানেজিং ডিরেক্টর সাব্বির নাসির, বিল্ড আইকন কনসালটেন্সিস লিমিটেডের ফাউন্ডার এন্ড ম্যানেজিং পার্টনার মাহতাব উদ্দিন আহমেদ, শার্ক ট্যাংক বাংলাদেশের সিইও ফাহিম মাশরুর, ব্রাক ব্যাংকের সিএমও ইন্দ্রনীল চট্টপাধ্যায়, বারকোড রেস্টুরেন্ট গ্রুপ ফাউন্ডার মঞ্জুরুল হক, বিডস একোনমি লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর জিসান কিংশুক হক, র‍্যাংকন রিয়াল এস্টেট এন্ড সি ফিশিংয়ের সিইও তানভীর শাহরিয়ার রিমন। 

আরো উপস্থিত থাকবেন প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস, মানজুমা মুর্শেদ, মনির বন্ধুর ফাউন্ডার এন্ড সিইও তাওহিদা শিরোপা, আমল ফাউন্ডেশনের ফাউন্ডার এন্ড ডিরেক্টর ইসরাত করিম ইভি, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডিপেশ নাগ।

আরও উপস্থিত থাকবেন দ্যা ডেইলি স্টারের ফিচার এডিটর অ্যান্ড হেড অফ কন্টেন্ট মার্কেটিং এহসানুর রাজা রনি, লিড ডিজিটাল প্রোডাক্ট অ্যান্ড ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশের ফাউন্ডার অ্যাট র‍্যান্টেজ রুম্মান কালাম, ইমপ্যাক অ্যাকাডেমির সিইও নাফিজ সেলিম, কিংকর আহসান, খান ফারহানা, ইমতিয়াজ চৌধুরি, সানজিদ হোসাইন, দ্যা ডেইলি স্টারের চিপ বিজনেস অফিসার ও চিপ অপারেশন অফিসার কিরণ তাজদিন হাসান। 

এছাড়াও মিউজিক সেশন পরিচালনা করবেন, সাদী মোহাম্মাদ শাহ নেওয়াজ এবং অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন এক্টর এন্ড ডিরেক্টর শারাফ আহমেদ জীবন। 

এ আয়োজনের সহযোগিতায় থাকছে বিএসআরএম ও বি গ্লোবাল, ডকুমেন্টেশন পার্টনার চেকমেট এবং মিডিয়া পার্টনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এনগেজমেন্ট পার্টনার হিসেবে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। এছাড়া উক্ত আয়োজনে ক্লাব পার্টনার হিসেবে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রামের নানা বিশ্ববিদ্যালয়ের ১৩ টি ক্লাব।

পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২১ জানুয়ারি, সর্ব…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ঢাবির ভোক্তাদের বড় পুঁজির হাতে তুলে দেওয়া জামায়াতিদের আসল এ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড
  • ১৮ জানুয়ারি ২০২৬
‘হ্যা’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কি, স্পষ্ট করলেন ইশরাক হোসেন
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফেসবুকে জনপ্রিয়তা বেড়েছে তারেক রহমানের, উঠে এসেছেন শীর্ষ ১০…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ঢাকার আবহাওয়া কেমন থাকবে আজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9