ববির শেরে বাংলা হলের নতুন প্রাধ্যক্ষ ড. আবদুল বাতেন 

০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
ববির শেরে বাংলা হলের নতুন প্রাধ্যক্ষ ড. আবদুল বাতেন চৌধুরী

ববির শেরে বাংলা হলের নতুন প্রাধ্যক্ষ ড. আবদুল বাতেন চৌধুরী © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের নতুন প্রভোস্ট হিসেবে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল বাতেন চৌধুরীকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেন ড. আবদুল বাতেন চৌধুরী। 

গত সোমবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে উল্লেখ করা হয় যোগদানের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে কার্যকর হবে।

আদেশে জানানো হয়, ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ কে শেরে বাংলা হলের প্রভোস্ট হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এ দায়িত্ব তিনি তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করবেন এবং বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। তবে যদি তিনি একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোনো একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।

আদেশে আরো জানানো হয়, শেরে বাংলা হলের প্রভোস্ট জনাব আবু জাফর মিয়া, সহযোগী অধ্যাপক, ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগ আগামী ০১/ ০২/২০২৪ তারিখ থেকে শিক্ষা ছুটিতে যাবেন বিধায় ৩১/০১/২০২৪ তারিখ অপরাহ্ণ থেকে শেরে বাংলা হলের প্রভোস্টের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপনসহ অব্যাহতি প্রদান করা হলো। 

নব দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। 

নতুন দায়িত্বপ্রাপ্ত প্রাধ্যক্ষ বলেন ড. আবদুল বাতেন চৌধুরী উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, হলের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ বৃদ্ধির জন্য যা যা করা দরকার আমি করব।

তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিল বগুড়া জেলা ছাত…
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, দেশকে এগিয়ে নিতে চাই: …
  • ৩১ জানুয়ারি ২০২৬
‎কিশোরগঞ্জ হাওরে গলা কাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
  • ৩১ জানুয়ারি ২০২৬
কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬